Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শমশের মবিনকে শোকজ নোটিশ 

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৮: ৪৪
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শমশের মবিনকে শোকজ নোটিশ 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সিলেট-৬ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শমশের মবিন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আজ বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের জন্য গঠিত অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম স্বাক্ষরিত এ নোটিশে তাঁকে শোকজ করা হয়। 

অনুসন্ধান কমিটির চেয়ারম্যান আল আসাদ মো. মাহমুদুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আগামীকাল শুক্রবার বিকেল ৪টার মধ্যে তাঁকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। 

নোটিশে বলা হয়, সিলেট-৬ আসনে সোনালী আঁশ প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে গত মঙ্গলবার গোলাপগঞ্জ থানা বাসেশ্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে তথা শিতেশ্বর গ্রামে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলে উপস্থিত থেকে প্রকাশ্যে চাঁদা বা অনুদান দিয়েছেন শমশের মবিন চৌধুরী। এ বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে অভিযোগ এসেছে। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ৩ নম্বর বিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন সুপারিশ করা হবে না—এই মর্মে শুক্রবার বিকেল ৪টায় লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এ বিষয়ে জানতে শমশের মবিন চৌধুরীকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত