Ajker Patrika

তীব্র দাবদাহের মধ্যে নবীগঞ্জে শিলাবৃষ্টি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৮: ২২
তীব্র দাবদাহের মধ্যে নবীগঞ্জে শিলাবৃষ্টি

সারা দেশে তীব্র দাবদাহের মধ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে হাওরের বোরোধান ও ঘরবাড়ি। 

আজ রোববার বিকেল সাড়ে ৩টার পর দুই ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা, গজনাইপুর, দেবপাড়া ও পানিউমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টি স্থায়ীত্ব ছিল প্রায় ২০ মিনিটের মতো। একেকটা শিলার ওজন ১৫০ থেকে ২০০ গ্রাম। শিলাবৃষ্টিতে অনেকের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। 

এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। আজ দিনব্যাপী নবীগঞ্জ উপজেলার তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। 

নবীগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের চাল। ছবি: আজকের পত্রিকাউপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মণি বলেন, বিকেলে শিলাবৃষ্টি হয়েছে। এতে ফসলের ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণে ক্ষতি হয়েছে তা জানা যায়নি। পরে ক্ষয়ক্ষতি নিরূপণ করে বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত