শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গানের অনুষ্ঠান আয়োজন করেছে। এ ছাড়া চলছে ক্যাম্পাসে টং নির্মাণের কাজ। ‘গীতি-আলেখ্য’ নামে আজ রোববার রাত ৮টায় এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন এ তথ্য জানান।
শাহরিয়ার আবেদিন বলেন, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মদদদাতা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আজ রাতে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে গতকাল শনিবার থেকে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উচ্ছেদকৃত টংগুলোর পুনর্নির্মাণ শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে পাঁচটি জায়গায় টং দোকান নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে টং দোকানগুলো নির্মাণ করা শুরু করে। প্রাথমিকভাবে পাঁচটি স্থানে টং নির্মাণ করা হবে। এর মধ্যে শিক্ষা ভবন ‘ই’, ‘বি’ ও ‘ডি’-এর পাশে এবং চেতনা-৭১ ও ফুডকোর্টের পাশে টংগুলো স্থাপন করা হচ্ছে।
২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি টং দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলা হলে প্রায় ১৫টি টং দোকানের ৩টি টং দোকান এবং ফুডকোর্ট চালু করা হয় এবং বাকিগুলোকে উঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া নতুনভাবে আরও ফুডকোর্ট তৈরি করা হবে বলে প্রশাসন থেকে বলা হয়।
এদিকে উপাচার্য বিরোধী আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের হল, ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট ও টং দোকান বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবারের চাহিদা মিটাতে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ‘চাষাভুষার টং’ নামে নতুন টং দোকান স্থাপন করে।
এদিকে গত ১৬ জানুয়ারি জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর আজ রোববার থেকে অর্ধ জনবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকলেও নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এমনকি আন্দোলনের পর থেকে এখনো বাসা থেকে বের হননি তিনি।
বাসা থেকে উপাচার্যের অফিস করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, উপাচার্য বাসায়ই আছেন। এখনো অফিসে আসেননি। জরুরি কোনো ফাইল আসলে ওনার বাসায় পাঠানো হবে।
উল্লেখ্য, গত বুধবার শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসলেও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে উপাচার্যের পদত্যাগের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানায়। এরই অংশ হিসেবে রোববার রাতে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে গানের অনুষ্ঠান আয়োজন করেছে। এ ছাড়া চলছে ক্যাম্পাসে টং নির্মাণের কাজ। ‘গীতি-আলেখ্য’ নামে আজ রোববার রাত ৮টায় এই সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদিন এ তথ্য জানান।
শাহরিয়ার আবেদিন বলেন, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মদদদাতা উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে আজ রাতে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে গতকাল শনিবার থেকে শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উচ্ছেদকৃত টংগুলোর পুনর্নির্মাণ শুরু করেছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে পাঁচটি জায়গায় টং দোকান নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি।
গত শনিবার থেকে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে টং দোকানগুলো নির্মাণ করা শুরু করে। প্রাথমিকভাবে পাঁচটি স্থানে টং নির্মাণ করা হবে। এর মধ্যে শিক্ষা ভবন ‘ই’, ‘বি’ ও ‘ডি’-এর পাশে এবং চেতনা-৭১ ও ফুডকোর্টের পাশে টংগুলো স্থাপন করা হচ্ছে।
২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পাশাপাশি টং দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় খোলা হলে প্রায় ১৫টি টং দোকানের ৩টি টং দোকান এবং ফুডকোর্ট চালু করা হয় এবং বাকিগুলোকে উঠিয়ে দেওয়া হয়। এ ছাড়া নতুনভাবে আরও ফুডকোর্ট তৈরি করা হবে বলে প্রশাসন থেকে বলা হয়।
এদিকে উপাচার্য বিরোধী আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের হল, ক্যাফেটেরিয়া, ফুডকোর্ট ও টং দোকান বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তীতে আন্দোলনরত শিক্ষার্থীদের খাবারের চাহিদা মিটাতে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ‘চাষাভুষার টং’ নামে নতুন টং দোকান স্থাপন করে।
এদিকে গত ১৬ জানুয়ারি জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর আজ রোববার থেকে অর্ধ জনবল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকলেও নিজ কার্যালয়ে আসেননি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এমনকি আন্দোলনের পর থেকে এখনো বাসা থেকে বের হননি তিনি।
বাসা থেকে উপাচার্যের অফিস করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো আনোয়ারুল ইসলাম বলেন, উপাচার্য বাসায়ই আছেন। এখনো অফিসে আসেননি। জরুরি কোনো ফাইল আসলে ওনার বাসায় পাঠানো হবে।
উল্লেখ্য, গত বুধবার শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসলেও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে উপাচার্যের পদত্যাগের আন্দোলন অব্যাহত রাখবে বলে জানায়। এরই অংশ হিসেবে রোববার রাতে গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজার এলাকার মেসার্স জেকে ট্রেডার্স ক্রেতার কাছে বেশি দামে সুপার তেল বিক্রি ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত...
১ ঘণ্টা আগেঢাকার কেরানীগঞ্জে শিশুদের জন্য ডায়াপার তৈরির অনুমোদন নিয়ে অননুমোদিত ফিডার বোতল ও নিপল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের বরিশুর এলাকায় ‘অ্যাক্টিভ ফেয়ার কোম্পানি’তে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী..
১ ঘণ্টা আগেনগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেচাঁদাবাজির অভিযোগ এনে মিঠামইন উপজেলা যুবদলের সভাপতি নৌশাদ শিকদারকে মারধর করেছে শহীদ জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক টুটুল ও জিয়া প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক সজীবের নেতৃত্বে ১০-১২ জন ব্যক্তি। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন উপজেলার মিঠামইন বাজারের শিকদার গেস্টহাউসের নিচে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে