হবিগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন করেন বিএনপির নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজনসহ দুই সাংবাদিক আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা আহত হন। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় মাই টিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ ও দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর হামজা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী জানান, আজ বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপির মানববন্ধনের খবর সংগ্রহ করতে যান নীরঞ্জন গোস্বামী ও আমীর হামজা। তখন বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধলে দুজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাঁদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। দুজনের শরীরে ১০টির অধিক গুলি লেগেছে। এর মধ্যে নীরঞ্জন গোস্বামী শুভর চোখে বেশি আঘাত লেগেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি শহরের শায়েস্তানগরে মানববন্ধন করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মী আক্তার শিপার সভাপতিত্বে মানববন্ধন শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়। এরপর একদল দুর্বৃত্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তাঁরা আমাদের নেতা-কর্মী নন। তবে এই সংঘর্ষে বিএনপির প্রায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিএনপির মানববন্ধন শেষে দলটির নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনিসহ পুলিশের আরও ১০-১৫ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। ওই এলাকায় বর্তমানে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে মানববন্ধন করেন বিএনপির নেতা-কর্মীরা। মানববন্ধন শেষে পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজনসহ দুই সাংবাদিক আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ ও বিএনপির নেতা-কর্মীরা আহত হন। সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় মাই টিভির জেলা প্রতিনিধি নীরঞ্জন গোস্বামী শুভ ও দেশ টিভির জেলা প্রতিনিধি আমীর হামজা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী জানান, আজ বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জেলা বিএনপির মানববন্ধনের খবর সংগ্রহ করতে যান নীরঞ্জন গোস্বামী ও আমীর হামজা। তখন বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধলে দুজন সাংবাদিক গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিক তাঁদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। দুজনের শরীরে ১০টির অধিক গুলি লেগেছে। এর মধ্যে নীরঞ্জন গোস্বামী শুভর চোখে বেশি আঘাত লেগেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হবে।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা বিএনপি শহরের শায়েস্তানগরে মানববন্ধন করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মী আক্তার শিপার সভাপতিত্বে মানববন্ধন শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়। এরপর একদল দুর্বৃত্ত পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। তাঁরা আমাদের নেতা-কর্মী নন। তবে এই সংঘর্ষে বিএনপির প্রায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, বিএনপির মানববন্ধন শেষে দলটির নেতা-কর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনিসহ পুলিশের আরও ১০-১৫ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। ওই এলাকায় বর্তমানে পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
গত রোববার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এসে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নিখোঁজ হন জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার বাগানপাড়া থানার মৃত ওলিউল্লাহ আহম্মেদের মেয়ে। জ্যোতি রাজধানীর মিরপুর এলাকায় পরিবার নিয়ে বাস করতেন।
৫ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ জামায়াতে ইসলামীর নেতা ও বিএনপির কর্মীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা উপজেলার আহম্মেদপুর বাজারে এই ঘটনা ঘটে।
২০ মিনিট আগেকুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী মারা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় ঘটনা ঘটে। সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।
১ ঘণ্টা আগেসোমবার জামালপুর ও ময়মনসিংহে জুলাই পথযাত্রা করেন এনসিপি। আজ মঙ্গলবার বেলা ১১টায় টাঙ্গাইল শহরের নিরালার মোড়ে পথসভা করবে দলটি। এ জন্য সফরে থাকা দলটির নেতার গতকাল রাতেই টাঙ্গাইলে আসেন। তাঁরা পৌঁছে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এর মধ্য দিয়ে এনসিপির টাঙ্গাইলের পদযাত্রা শুরু করা হয়েছে বলে দলটির
২ ঘণ্টা আগে