Ajker Patrika

বিয়ের ৬ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২: ০৫
বিয়ের ৬ দিনের মাথায় নববধূর আত্মহত্যা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিয়ের ছয় দিনের মাথায় রোনা বেগম নামে এক নববধূ আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা গেছে, রোনা বেগমের সঙ্গে একই ইউনিয়নের নঈনারপার গ্রামের আজির মিয়ার ছেলে দিনমজুর শরিফ মিয়ার ছয় দিন আগে বিয়ে হয়। তাঁর পেটে ব্যথা হওয়ায় গত বুধবার মৌলভীবাজার জেলা সদরে গিয়ে ডাক্তার দেখান এবং আল্ট্রাসনোগ্রাম করে সন্ধ্যায় বাড়ি ফেরেন। রোনা বেগমের মা তাঁকে ডাক্তার দেখিয়ে স্বামীর বাড়ি রেখে নিজ বাড়িতে ফিরে যান। এ সময় তাঁর স্বামী শরিফ মিয়াও কাজে বেরিয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে তাঁর শাশুড়ি গিয়ে দেখেন নববধূর ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পেছনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছেন তিনি।

ঘটনার পরপরই বিষয়টি কমলগঞ্জ থানার পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং দরজা ভেঙে নববধূর মরদেহ উদ্ধার করে। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহটি তাঁর পরিজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্বর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত