Ajker Patrika

সিলেটে করোনা শনাক্তের হার ১০ শতাংশের নিচে, মৃত্যু ৬

প্রতিনিধি, সিলেট
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৩৭
সিলেটে করোনা শনাক্তের হার ১০ শতাংশের নিচে, মৃত্যু ৬

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন। শনাক্তের হার নেমেছে ৯ দশমিক ৭৯ শতাংশে। দীর্ঘ ১১৫ দিন পর সিলেটে শনাক্তের হার ১০ শতাংশের নিচে নেমে এসেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ছয়জন। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, করোনায় মারা যাওয়া ছয়জনের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যু ১ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১০৪ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ৯০৬ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৭ জন রয়েছেন। 

 ৯৭০ জনের নমুনা পরীক্ষায় সিলেট জেলার ৬৮ জন, সুনামগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৬ জনের করোনা শনাক্ত করা হয়। 

সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৫৩ হাজার ৩৯১। এর মধ্যে ৩২ হাজার ৯০০ জনই শনাক্ত হয়েছেন সিলেট জেলায়। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৬ হাজার ১৪৩ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৮৩৭ জন ও হবিগঞ্জের ৬ হাজার ৫১১ জন রয়েছেন। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৫৮ জন। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২১৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত