Ajker Patrika

তিন দিনব্যাপী সিলেট চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
তিন দিনব্যাপী সিলেট চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে 

চলচ্চিত্র প্রদর্শন, কর্মশালা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে ৫ম সিলেট চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। গতকাল রোববার শেষদিনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) মিলনায়তনে নয়টি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এর আগে তিন দিনব্যাপী উৎসবে বিশ্বের ১১১টি দেশ থেকে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য তিন হাজার ৬৫টি চলচ্চিত্র জমা পড়ে। এর মধ্যে বাছাই করে স্বল্প ও পূর্ণদৈর্ঘ্য ১০৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এবারের জুরি বোর্ডে ছিলেন বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, অভিনেতা মনোজ কুমার, নির্মাতা মুক্তাদির ইবনে সালাম, চলচ্চিত্র সমালোচক ও কিউরেটর প্রেমেন্দ্র মজুমদার ও ভারতীয় চলচ্চিত্র সমালোচক সিদ্ধার্থ মাইতি, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রিতি ও চলচ্চিত্র নির্মাতা তাসমিয়া আফরিন মৌ।

পুরস্কার প্রাপ্তরা হলেন বাংলাদেশি নির্মাতাদের নির্মিত প্রতিযোগিতা বিভাগে গোলাম রাব্বানী পরিচালিত মিরাকেল ইন হ্যাভেন (বাংলাদেশ), আন্তর্জাতিক নির্মাতাদের নির্মিত প্রতিযোগিতা বিভাগে আলজেন্ড জিওরল্যান্ডো পরিচালিত রেসেস (আর্জেন্টিনা), সেরা সম্পাদক: হোয়্যার ইজ দ্যা গভর্নর চলচ্চিত্রের কেব তেজেদা (মেক্সিকো), সেরা সিনেমাটোগ্রাফির: চিলেকোঠা চলচ্চিত্রের সৌম জয়তি সরকার (ভারত), সেরা অভিনেতা: দ্যা মিডনাইট গার্ল চলচ্চিত্রের খায়রুল বাশার (বাংলাদেশ), সেরা অভিনেত্রী: দ্যা ডেলিভারি চলচ্চিত্রের মার্তা সিসলোয়িকজ (পোল্যান্ড)।

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান বলেন, ‘চলচ্চিত্র একটি উৎকৃষ্ট মাধ্যম যার ফলে পৃথিবীর প্রত্যেকটা দেশের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি কালচার ফুটে উঠে। বিশ্বের ১১১ দেশ থেকে চলচ্চিত্র জমা পড়েছে, তাদের সঙ্গে আমাদের দেশের একটা যোগাযোগ স্থাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের উৎসব আগামীতে বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।’

পুরস্কার জয়ী মিরাকেল ইন হ্যাভেনের পরিচালক গোলাম রাব্বানী বলেন, ‘এখানে পুরস্কার পেয়ে নিঃসন্দেহে খুব ভালো লাগছে। এ ধরনের পুরস্কার আমাদের মতো নির্মাতাদের উৎসাহ প্রদান করে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের প্রতি কৃতজ্ঞতা, তারা অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করছে সক্ষম হয়েছে।’

এ সময় সহকারী প্রক্টর পার্থ প্রতিম বর্মন, সিলেট চলচ্চিত্র সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মাহবুব আলম, চলচ্চিত্র নির্মাতা আশরাফ শিশির, চলচ্চিত্র সমালোচক ও সাংবাদিক সাদিয়া খালিদ রিতি প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত