Ajker Patrika

সিলেটে পরিবহন কর্মবিরতির ঘোষণা

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৭
সিলেটে পরিবহন কর্মবিরতির ঘোষণা

সিলেটে গ্যাসের লোড বাড়ানোসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে এই কর্মবিরতি শুরু হবে বলে জানান শ্রমিক নেতারা।

এর আগে রোববার নগরীর কোর্ট পয়েন্টে ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন করে আল্টিমেটাম দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক নেতারা। তাঁরা আজ মঙ্গলবার পর্যন্ত সময় বেঁধে দেন।

সিলেট জেলা সড়ক পরিবহন বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘৫ দফা দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন আল্টিমেটাম ও ঘোষণা দিয়ে আসলেও কেউ কোনো কর্ণপাত করছেন না।’

তিনি আরও বলেন, ‘আমরা জেলা প্রশাসক, স্থানীয় মন্ত্রী-এমপিদের অবহিত করার পরও কোনো সমাধান হচ্ছে না। এমতাবস্থায় আমরা কর্মবিরতির ডাক দেওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না। তাই আগামীকাল থেকে আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।’ প্রয়োজনে পুরো বিভাগ অচল করে দেওয়ার হুমকি দেন এ পরিবহন শ্রমিক নেতা।’

গ্যাসের সংকট সমাধান, রাজনৈতিক মামলায় শ্রমিকনেতাকে জড়িতের প্রতিবাদ, সড়ক দুর্ঘটনার মামলায় চালকদের জামিন, পরিষেবা আইন বাতিল, দেড় বছর আগে গোলাপগঞ্জে ইউপি নির্বাচনের সময় রাস্তায় দাঁড়ানো ৪ জন শ্রমিকনেতার মুক্তির দাবিতে এই কর্মবিরতি ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত