Ajker Patrika

শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শনিবার সিলেটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

আগামী শনিবার (১৯ নভেম্বর) সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। দেশের অন্যান্য বিভাগের মতো সিলেটে গণসমাবেশের আগে কোনো পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেই বলে শুরু থেকেই জানিয়ে আসছিলেন পরিবহন মালিক-শ্রমিকেরা। তবে শেষ পর্যন্ত নিজেদের বক্তব্য থেকে সড়ে এসেছেন তারা। শনিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ঘোষনা দিয়েছেন পরিবহন মালিকেরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ বুধবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘দীর্ঘদিন মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে নতুন করে কোনো সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে দাবি করে আসছিলাম আমরা। তারপরও সম্প্রতি নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশন না দিতে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য এসব গাড়ির উভয় পাশে গ্রিল লাগানো ও চালকের আসন ছোট করার দাবিতে আগামী শনিবার সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালন করা হবে।’

এক প্রশ্নের জবাবে জিয়াউল কবির পলাশ বলেন, ‘আমরা গত ৭ তারিখ স্মারকলিপি দিয়ে ১০ দিন অপেক্ষা করলাম, কোনো সমাধান পাইনি। এ জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হল। সাময়িক অসুবিধার জন্য আমাদের যাত্রীর কাছে দুঃখ প্রকাশ করছি।’

এদিকে শুরু থেকেই পরিবহন ধর্মঘটের শঙ্কা থাকা সত্ত্বেও পুরোদমে চলছে গণসমাবেশের প্রস্তুতি। শুক্রবারের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই এসব বিষয় মাথায় রেখে প্রস্তুতি নিয়েছি। এসবে কোনো লাভ হবে না, কোনো ধরনের প্রভাব পড়বে না। কর্মসূচি বিএনপির হলেও এটি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। কাজেই দেশের অন্যান্য বিভাগের ন্যায় সিলেটের মানুষ সকল বাধা-বিপত্তি ডিঙিয়ে এসে সমাবেশ সফল করবেন। শনিবার সিলেট সমাবেশের নগরীতে পরিণত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত