Ajker Patrika

সিলেটে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক ও শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১৬: ৫৭
সিলেটে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে সাধারণ মানুষ

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ ঘিরে পরিবহন ধর্মঘট চলছে। ফলে হঠাৎ করেই রাস্তায় যানবাহনের পরিমাণ কমে গেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ। যানবাহন কম থাকার সুযোগে আগের থেকে অতিরিক্ত ভাড়া দাবি করছেন সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা।

আজ শনিবার শহর ঘুরে দেখা যায়, আগের তুলনায় সিএনজিচালিত অটোরিকশার পরিমাণ অনেক কমে গেছে। সেই সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাচালকেরা যাত্রীদের থেকে দ্বিগুণ-তিনগুণ ভাড়া নিচ্ছেন। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। শাবিপ্রবি গেট থেকে নগরের আম্বরখানা, জিন্দাবাজার, বন্দর, সুবিদবাজার, মদিনা মার্কেট, রিকাবীবাজারসহ অন্যান্য স্থানে রিকশাচালকেরাও দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া দাবি করছেন।

অটোরিকশাচালক আখতার হোসেন বলেন, ‘বিএনপির সমাবেশে উপলক্ষে গাড়ি কম। আবার অনেক জায়গায় পুলিশ যেতে দিচ্ছে না। তবে আমাদের পরিবহন শ্রমিক নেতার নিজেরা নিজেদের দায় নিয়ে চালাতে বলেছেন। শহরে সিএনজিচালিত অটোরিকশা কম, কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি। এই সুযোগে অনেকেই বেশি ভাড়া দাবি করছেন।’

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে ঘিরে পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তি পোহাচ্ছে মানুষ। শাবিপ্রবির শিক্ষার্থী নোমান মিয়া বলেন, ‘সিলেটে সিএনজিচালকদের অতিরিক্ত ভাড়া দাবি করা অনেক পুরোনো অভ্যাস। তারা নতুন কোনো অজুহাত পেলেই ইচ্ছেমতো ভাড়া বাড়িয়ে দেয়। এতে করে আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হয়।’

সিলেট নগরের সুবিদবাজারের বাসিন্দা জালাল উদ্দীন বলেন, ‘চালকেরা সিএনজি ভাড়া অনেক বাড়িয়ে দিয়েছে। বিকল্প হিসেবে রিকশা থাকলেও এর ভাড়াও অনেক বেশি। এ বিষয়ে প্রশাসনের কোনো তদারক চোখে পড়ছে না। তাই আমাদের মতো সাধারণ মানুষেরই যত ভোগান্তি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত