Ajker Patrika

মাদক বিক্রেতার বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে: হবিগঞ্জ জেলা প্রশাসক

হবিগঞ্জ প্রতিনিধি
Thumbnail image

হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা বলেছেন, ‘ধর্মের কথায় কাজ না হলে ‘‘মাদক বিক্রেতার বাড়ি’’ লেখা সংবলিত সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হবে। এখন আপনাদের সুযোগ দেওয়া হয়েছে। ভালো পথে ফিরে আসেন।’’’

আজ বৃহস্পতিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা–বাগানে মাদকবিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক কারবারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। 

তিনি বলেন, মাদক যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। মাদক কারবারীরা সংখ্যায় কম, কিন্তু এদের কারণে সমাজের বিশাল ক্ষতি হচ্ছে। 

মোছা. জিলুফা আরও বলেন, ‘কারা মাদক কারবার করেন, আমাদের কাছে তথ্য আছে। এসব ছেড়ে ভালো কাজ করেন। আমরা আপনাদের সাহায্য করব। এখন সবাইকে বুঝিয়ে যাচ্ছি।’ 

মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক ইমদাদুল বারী খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, মাধবপুর থানার ওসি মো. রাকিবুল ইসলাম খান, হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজেদুল ইসলাম প্রমুখ। 

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বরে হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে চাপে ফেলতে বাড়িতে বাড়িতে দুই ধরনের সাইনবোর্ড টানিয়ে দিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ছড়িয়ে পড়ার পর বিজিবির এমন কর্মকাণ্ড সমালোচনার সৃষ্টি করেছিল। অনেকে আবার একে মানবাধিকার লঙ্ঘন হিসেবেও দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত