Ajker Patrika

সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়: সভাপতিকে ‘অছাত্র’ দাবি করে ছাত্রদলের ৫ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত ১১ সদস্যের পদত্যাগ করা পাঁচ নেতা। ছবি: আজকের পত্রিকা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত ১১ সদস্যের পদত্যাগ করা পাঁচ নেতা। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির পাঁচজন পদত্যাগ করেছেন। ‘অছাত্র’কে সভাপতি করায় কমিটি গঠনের পরদিন গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁরা একত্রে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সহসভাপতি সায়েম আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তারেক আহমদ শাওন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান আরাফাত ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।

কারণ হিসেবে তাঁরা বলেন, ১ মার্চ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্যের কমিটি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের মতামতকে উপেক্ষা করে ‘অছাত্র’ একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ, নিয়মিত ছাত্রছাত্রী দ্বারা দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি হবে, সেখানে একজন অছাত্রকে সভাপতি করা সংগঠনবিরোধী। এ কারণে তাঁরা পাঁচজন পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কাছে পদত্যাগপত্রটি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান তাঁরা।

নবগঠিত কমিটির সিনিয়র সহসভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ বলেন, জেলা ও মহানগরের সিনিয়র নেতারা কেন্দ্রের টিম মেম্বারদের কাছে কমিটি হস্তান্তর করেন। টিম মেম্বারেরা সেটা প্রকাশ করার জন্য কেন্দ্রে পাঠান। তখন কেন্দ্রে গিয়ে তাঁরা বাণিজ্যের মাধ্যমে নাম পরিবর্তন করে অছাত্রকে সভাপতি করে কমিটি প্রকাশ করেছে। যাঁকে সভাপতি করা হয়েছে, তাঁকে ক্যাম্পাসের অনেকে চেনে না।

এ বিষয়ে জানতে চাইলে নবগঠিত কমিটির সভাপতি রাহাত আহমদ বলেন, ‘সাংগঠনিক টিম সাংগঠনিক নিয়মে কমিটি দিয়েছে। ফরমে আমি সবকিছু উল্লেখ করে দিয়েছি। এটা একটা প্রতিযোগিতা ভাই। প্রতিযোগিতায় কেউ ছিটকে পড়ে এখন অপপ্রচার, গুজব রটাচ্ছে।’

পড়াশোনার বিষয়ে জানতে চাইলে রাহাত প্রথমে বলেন, তিনি বিবিএ শেষ বর্ষে পড়ছেন। পরে বলেন, তাঁর বিবিএর আইডি কার্ডের ভ্যালিডিটি রয়েছে। বিবিএর ছাত্র ছিলেন। এখন এমবিএতে ভর্তি রয়েছেন।

এর আগে গত শনিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত ১১ সদস্যের কমিটি প্রকাশিত হয়। পদত্যাগকারী পাঁচজন ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন সভাপতি মো. রাহাত আহমেদ, সহসভাপতি ফখরুল ইসলাম মারুফ, সাধারণ সম্পাদক সৈয়দ ইসতেফার আহমদ রাহাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম দিদার, সাংগঠনিক সম্পাদক অলি আহমদ। ১১ সদস্যের কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি (কেন্দ্রীয় টিমপ্রধান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সিলেট বিভাগ) অলিউজ্জামান সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘যারা পদত্যাগ করেছে, ওরা মনের কষ্ট থেকে করেছে। এটা আমরা আবার খতিয়ে দেখব। তাদের নিয়ে বসে বিষয়টি সমাধান করে দেব। ছাত্রত্ব নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটির বিষয়ে বিগত আন্দোলন-সংগ্রামে যদি সভাপতির ভূমিকা সন্তোষজনক হয়, তাহলে একটু শিথিল আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত