Ajker Patrika

হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে দুই ভাই গ্রেপ্তার

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত দুজন হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামের আবু সিদ্দিক (৪০) ও তাঁর ভাই আবু তাহের (৩৬)। গতকাল রোববার দুপুরে চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তাঁকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল একটি চক্র। ভুক্তভোগী বর্তমানে সাত মাসের গর্ভবতী।

ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে ধর্ষণের শিকার হলেও আমি এলাকার কয়েকজন সমাজপতির কারণে আইনের আশ্রয় নিতে পারিনি। তাঁরা আমাকে বিচার-সালিসের মাধ্যমে ওই ঘটনা শেষ করে দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন।’

মামলার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘ভুক্তভোগী ও ভুক্তভোগীর বাবা থানায় আসার সঙ্গে সঙ্গে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করি। আমরা দুজনকে গ্রেপ্তার করতে পেরেছি। ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চুনারুঘাট থানায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত