Ajker Patrika

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষণচেষ্টার ঘটনায় প্রধান শিক্ষক কেশব লালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। গতকাল সকালে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি চা বাগানের ঘরে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।

গ্রেপ্তারের তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি বলেন, ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর টিফিনের সময় প্রধান শিক্ষক পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণচেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়। এরপর এলাকাবাসী ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে চা বাগানের একটি ঘরে তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা-পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস, যুক্তরাষ্ট্রের কড়া নজরে এই টক্কর

একটি দলের ওপর ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব: মাহফুজ আলম

গতকাল রাতে ৪৮টি ভারতীয় ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

অহনার দাবি, নিজের দোষ ঢাকতে ডাবল টাইমিংয়ের কথা বলেছেন শামীম

পাকিস্তানে হামলায় ভারত এক দিনেই হারিয়েছে সাড়ে ৮ হাজার কোটি রুপির সামরিক সরঞ্জাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত