Ajker Patrika

গোলাপগঞ্জে প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৪ 

গোলাপগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫২
গোলাপগঞ্জে প্রাইভেট কার-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ৪ 

সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জে প্রাইভেট কার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা ও নাতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বিয়ানীবাজারের মোল্লাপাড়া ইউনিয়নের জলঢুপ পাতন (বর্তমান পাতন উচপাড়া) গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তাঁর নাতি আরিয়ান (১)। আহতরা হলেন একই গ্রামের পাতন উচপাড়া গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দীন (২৫)। 

জানা যায়, বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার এবং সিলেট থেকে কানাইঘাটগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 

তাৎক্ষণিক খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে। 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত