Ajker Patrika

চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষের জিডি

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১২: ২১
চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষের জিডি

মজুরি বাড়ানোর দাবিতে চা-শ্রমিকদের চলমান কর্মবিরতিতে প্রতিদিন প্রায় ১০ কোটি টাকার চা ও ২ কোটি টাকার রাবারের কষ নষ্ট হচ্ছে। এ অবস্থায় মৌলভীবাজারের পাঁচটি চা-বাগান কর্তৃপক্ষপাতা ও কষ নষ্ট হওয়ার বিষয়টি উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় জিডি করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালুকদার।

ওসি বলেন, ‘শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, ডিনস্টন, খেজুরী, আমরইলছড়া ও বালিশিরা চা-বাগানের সহকারী ব্যবস্থাপকেরা শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা-পাতা নষ্ট হওয়ার অভিযোগ এনে সাধারণ ডায়েরি করেছেন।’

জিডি থেকে জানা যায়, মজুরি বাড়ানোর দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের কারণে রাজঘাট চা-বাগানের ১ লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা কারখানায় ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা কারখানায় ৫০ হাজার ২০৭ কেজি, আমরাইল চা কারখানায় ৫ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা-পাতা নষ্ট হয়ে গেছে। শ্রমিকেরা ধর্মঘট ডেকে কাজ বন্ধ রাখায় উত্তোলিত চা-পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। তাই এই কাঁচা পাতাগুলো কারখানায় থেকে নষ্ট হচ্ছে এবং এতে তাঁদের কোটি টাকার ওপরে ক্ষতি হচ্ছে।

এ বিষয়ে ‘ফিনলে টি’র সিইও এবং বাংলাদেশি চা সংসদের সদস্য তাহসিন আহমদ চৌধুরী জানান, কর্মবিরতির কারণে প্রতিদিন ১২ কোটি টাকার চা ও রাবারের ক্ষতি হচ্ছে। এ বিষয়ে তাদের কোম্পানির পাঁচটি বাগান থেকে ইতিমধ্যে সাধারণ ডায়েরি করা হয়েছে, অন্যগুলো প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘মামলা করি কী হইবে, পুলিশ থাকিয়াও হামার জীবনে নিরাপত্তা নাই’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত