নিজস্ব প্রতিবেদক, সিলেট
শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার সদস্যসচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনাসহ ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমেদকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে জাকারিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
অভিযোগ উঠেছে, তখন জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যা দিয়ে আলী আকবর রাজন তখন বলেছিলেন, ‘আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে গতকাল রাতে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট বিএনপি ও সিলেট জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে নেটিজেনরা সমালোচনা করেন। সমালোচনার মুখে গত ২৯ এপ্রিল রাতে সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিত ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে আলী আকবর রাজনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন দলের বিরুদ্ধে গিয়ে শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতাদের সুপারিশক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী আকবর রাজন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ভাই গ্রেপ্তার হওয়ায় শ্রমিকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তখন প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করি। এরপর জাকারিয়া ভাই গিয়ে তাঁর জামিন নেন। এখন আমাকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে ১৬টি মামলার আসামি হয়েছি দল করার কারণে। বহুবার জেল খেটেছি। নির্যাতনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি। তবুও শোকজের তিন পাতার জবাব দিয়েছি। আর শ্রমিক দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সদস্যসচিব আমাকে বহিষ্কার করতে পারেন না।’
শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নেওয়ায় সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজনকে সংগঠন থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলার সদস্যসচিব মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলার ঘটনাসহ ৫ মামলায় গত ২৮ এপ্রিল রাতে শ্রমিক লীগ নেতা জাকারিয়া আহমেদকে আটক করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে জাকারিয়াকে আদালতে হাজির করা হলে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।
অভিযোগ উঠেছে, তখন জাকারিয়ার মুক্তির জন্য মুখ্য ভূমিকা পালন করেন শ্রমিক দল নেতা আলী আকবর রাজন। জাকারিয়াকে গ্রেপ্তারের বিষয়টি মিথ্যা মামলা আখ্যা দিয়ে আলী আকবর রাজন তখন বলেছিলেন, ‘আমাদের অত্যন্ত প্রিয়ভাজন জাকারিয়া ভাইকে গতকাল রাতে সম্পূর্ণ মিথ্যা মামলায় আটক করে নিয়ে আসে প্রশাসন।’
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেট বিএনপি ও সিলেট জাতীয়তাবাদী আইনজীবীদের নিয়ে নেটিজেনরা সমালোচনা করেন। সমালোচনার মুখে গত ২৯ এপ্রিল রাতে সিলেট জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহ আব্দুল মুকিত ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে আলী আকবর রাজনকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আলী আকবর রাজন দলের বিরুদ্ধে গিয়ে শ্রমিক লীগ নেতার জামিনের পক্ষে অবস্থান নিয়েছেন। তাই সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা ও মহানগর বিএনপি নেতাদের সুপারিশক্রমে তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়। কিন্তু জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে অনির্দিষ্টকালের জন্য সিলেট জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।’
তবে অভিযোগ অস্বীকার করে আলী আকবর রাজন আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জাকারিয়া ভাই গ্রেপ্তার হওয়ায় শ্রমিকেরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। তখন প্রশাসনের কর্মকর্তাদের অনুরোধে সেখানে গিয়ে শ্রমিকদের শান্ত করি। এরপর জাকারিয়া ভাই গিয়ে তাঁর জামিন নেন। এখন আমাকে বহিষ্কার করা হয়েছে। ফ্যাসিস্ট আমলে ১৬টি মামলার আসামি হয়েছি দল করার কারণে। বহুবার জেল খেটেছি। নির্যাতনের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছি। তবুও শোকজের তিন পাতার জবাব দিয়েছি। আর শ্রমিক দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সদস্যসচিব আমাকে বহিষ্কার করতে পারেন না।’
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় কারখানার ভয়াবহ আগুন ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি আগুন নিভতে আরও কিছু সময় লাগবে বলে জানায় ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল সোয়া ৭টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।
১ ঘণ্টা আগেজুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। এ জন্য তিনি ঠাকুরগাঁওয়ে তাঁর পূর্বনির্ধারিত দুটি সাংগঠনিক কর্মসূচি বাতিল করেছেন।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়েছেন ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও এজিএস প্রার্থী এস এম সালমান...
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির নবগঠিত কমিটিতে আওয়ামী নেতা পরিবারের সদস্য ও বিতর্কিত ব্যক্তিদের সদস্য করে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে ফের আলোচনায় এসেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম।
২ ঘণ্টা আগে