Ajker Patrika

সাবেক এমপি সুজাতের ওপর দিনে হামলা, রাতে বাসায় আগুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ০২ মে ২০২৫, ২২: ১২
হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনায় আটক একজন। ছবি: আজকের পত্রিকা
হবিগঞ্জে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার ওপর হামলার ঘটনায় আটক একজন। ছবি: আজকের পত্রিকা

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার ওপর দিনে হামলার পর রাতে তাঁর বাসায় অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টিকে পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছেন। হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে তিমিরপুরে শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সুজাত। দুপুরে অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় তাঁর ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালান স্থানীয় যুবলীগ নেতা জামির হোসেন রানাসহ কয়েকজন যুবক। এ সময় সুজাতের সঙ্গে থাকা নেতা-কর্মীরা তাৎক্ষণিক বাধা দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামিরকে আটক করে। এ ঘটনায় রাতে উপজেলা যুবদলের নেতা শেখ মো. শিপন মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা করেন।

হামলার প্রতিবাদে বিকেলে নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি নতুন বাজার মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ ছাড়া বাহুবল উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়।

এদিকে গতকাল রাত ১১টার দিকে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের আক্রমপুরে সুজাতের বাসায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগে বাসার পেছনের একটি পরিত্যক্ত কক্ষে। এতে কিছু আসবাবের ক্ষতি হয়। সংবাদ পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি রামদা, ছুরিসহ জামির নামের একজনকে আটক করে। এ ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।’

এ বিষয়ে সাবেক এমপি সুজাত বলেন, ‘গতকাল আমার ওপর হামলা আর রাতে বাসায় আগুন লাগানো হলো। এটি নিঃসন্দেহে ধারাবাহিক ও পরিকল্পিত ষড়যন্ত্র। আমার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত