মাহিদুল ইসলাম, কমলগঞ্জ
হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরা মৌসুমেও মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়াসহ স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে আশানুরূপ পর্যটক নেই। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-রিসোর্টের মালিকেরা পড়েছেন বিপাকে।
উপজেলার পর্যটকসংশ্লিষ্টরা জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকে ভরপুর থাকে কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে গেছে। এভাবে চলতে থাকলে পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তাঁরা।
সরেজমিন উপজেলার লাউয়াছড়ায় জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ও বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেছে, পর্যটকের আগমন খুবই কম। হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা গেলেও তাঁরা সবাই স্থানীয়। লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ পর্যটক কমে গেছে। হরতাল-অবরোধের আগে পর্যটক স্বাভাবিক ছিল। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যটক উদ্যানে টিকিট কেটে প্রবেশ করতেন। এখন প্রতিদিন মাত্র ৬০ থেকে ৭০ জন পর্যটক প্রবেশ করেন। তবে শুক্রবার কিছু স্থানীয় পর্যটক আসেন।
উপজেলার বিভিন্ন রিসোর্টের মালিকেরা বলেন, ‘এখন আমাদের করোনার সময়ের মতো অবস্থা যাচ্ছে।’ অরণ্যনিবাস ইকো রিসোর্টের অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম শাওন বলেন, ‘হরতাল-অবরোধে পর্যটক একেবারে নেই। স্টাফদের অক্টোবর মাসের বেতন এখনো দিতে পারিনি। গত বছরের নভেম্বর মাসে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু এ বছর একেবারে শূন্য। কেউ কেউ রুম বুকিং দিয়ে পরে আবার বাতিল করে দেন।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘হরতাল-অবরোধে অন্যান্য শিল্পের পাশাপাশি পর্যটনশিল্পেও প্রভাব পড়েছে। পর্যটকের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত আছে।’
হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় ভরা মৌসুমেও মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়াসহ স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোতে আশানুরূপ পর্যটক নেই। ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-রিসোর্টের মালিকেরা পড়েছেন বিপাকে।
উপজেলার পর্যটকসংশ্লিষ্টরা জানান, শীতের আগমনের সঙ্গে সঙ্গেই পর্যটকে ভরপুর থাকে কমলগঞ্জের পর্যটনকেন্দ্রগুলো। কিন্তু গত এক মাস ধরে হরতাল-অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে পর্যটকের আগমন কমে গেছে। এভাবে চলতে থাকলে পর্যটনশিল্প ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তাঁরা।
সরেজমিন উপজেলার লাউয়াছড়ায় জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান স্মৃতি কমপ্লেক্স ও বিভিন্ন চা-বাগান ঘুরে দেখা গেছে, পর্যটকের আগমন খুবই কম। হাতে গোনা কয়েকজন পর্যটক দেখা গেলেও তাঁরা সবাই স্থানীয়। লাউয়াছড়া টিকিট কাউন্টার সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রায় ৯০ শতাংশ পর্যটক কমে গেছে। হরতাল-অবরোধের আগে পর্যটক স্বাভাবিক ছিল। আগে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ পর্যটক উদ্যানে টিকিট কেটে প্রবেশ করতেন। এখন প্রতিদিন মাত্র ৬০ থেকে ৭০ জন পর্যটক প্রবেশ করেন। তবে শুক্রবার কিছু স্থানীয় পর্যটক আসেন।
উপজেলার বিভিন্ন রিসোর্টের মালিকেরা বলেন, ‘এখন আমাদের করোনার সময়ের মতো অবস্থা যাচ্ছে।’ অরণ্যনিবাস ইকো রিসোর্টের অপারেশন ম্যানেজার সাইফুল ইসলাম শাওন বলেন, ‘হরতাল-অবরোধে পর্যটক একেবারে নেই। স্টাফদের অক্টোবর মাসের বেতন এখনো দিতে পারিনি। গত বছরের নভেম্বর মাসে পর্যটকে ভরপুর ছিল, কিন্তু এ বছর একেবারে শূন্য। কেউ কেউ রুম বুকিং দিয়ে পরে আবার বাতিল করে দেন।’
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী বলেন, ‘হরতাল-অবরোধে অন্যান্য শিল্পের পাশাপাশি পর্যটনশিল্পেও প্রভাব পড়েছে। পর্যটকের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত আছে।’
নেতৃত্বের শূন্যতায় ধুঁকছে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি)। তার প্রভাব পড়ছে নগরজীবনে। নগরবাসীর অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, দূষণ, যানজট, জলজট, খানাখন্দে ভরা রাস্তাঘাট, মশার উপদ্রব, সড়কবাতির অভাবে রাতে ভুতুড়ে পরিবেশ—এসব এখন নগরবাসীর নিত্যসঙ্গী। কিন্তু এসব দেখার কেউ নেই।
৪ ঘণ্টা আগেদেশীয় পেঁয়াজ, রসুন, আলু ও লবণের ভরা মৌসুম এখন। চলতি মৌসুমে এসব পণ্য উৎপাদন পর্যাপ্ত হওয়ায় এই সময়ে কৃষকের মুখে হাসি ফোটার কথা। কিন্তু লাভ তো দূরে থাক, পণ্যের উৎপাদন খরচও তুলতে না পেরে হতাশ কৃষকেরা।
৬ ঘণ্টা আগেদুই দিনের মধ্যে ভোজ্যতেলের সংকট কেটে যাবে—এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। উপদেষ্টার দেওয়া দুই দিন কেটে গেছে, কিন্তু কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন বাজার ও সুপারশপগুলো ঘুরে অধিকাংশ জায়গায় বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে রিকশাচালককে জুতাপেটা করে সাময়িক বরখাস্ত হওয়া পবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেলের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁর বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুটি লিখিত অভিযোগও দেওয়া হয়েছিল। কিন্তু এসব বিষয়ে কোনো তদন্ত হয়নি। ফলে বারবার পার পেয়ে গেছেন
৭ ঘণ্টা আগে