Ajker Patrika

পানির বিল প্রায় দ্বিগুণ করল সিসিক

প্রতিনিধি, সিলেট
পানির বিল প্রায় দ্বিগুণ করল সিসিক

সিলেট সিটি করপোরেশন (সিসিক) পানির মাসিক বিল বাড়িয়েছে। আবাসিক ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই নতুন নির্ধারিত মাসিক বিল আগের পরিমাণের প্রায় দ্বিগুণ। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিল বাড়ানোর এই তথ্য জানানো হয়। 

পানির এই নতুন মাসিক বিল জুলাই থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সিসিক। গত ২১ জুন তারিখে অনুষ্ঠিত করপোরেশনের সাধারণ সভায় এই মাসিক বিল বাড়ানোর সিদ্ধান্ত হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবাসিক সংযোগের ক্ষেত্রে আধা ইঞ্চি ব্যাসের (ডায়ামিটার) বিল ২০০ টাকা থেকে ৫০০ টাকা এবং দশমিক ৭৫ ইঞ্চি ব্যাসের ক্ষেত্রে ৪০০ টাকা থেকে ৮০০ টাকা ও ১ ইঞ্চি ব্যাসের বিল ১০০০ টাকা থেকে দেড় হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে আধা ইঞ্চি ব্যাসে প্রতি মাসে ৪০০ এর বদলে ৮০০, দশমিক ৭৫ ইঞ্চি ব্যাসে ৭০০ এর বদলে ১২০০ ও ১ ইঞ্চি ব্যাসের বিল দেড় হাজারের বদলে ২২০০ টাকা নির্ধারিত হয়েছে। প্রাতিষ্ঠানিক সংযোগের ক্ষেত্রেও এই বিল বেড়েছে একই হারে। এ ক্ষেত্রে আধা ইঞ্চি ব্যাসের বিল ৪০০ থেকে ৮০০, দশমিক ৭৫ ইঞ্চি ব্যাসের ক্ষেত্রে ৭০০ থেকে ১২০০ ও ১ ইঞ্চি ব্যাসের বিল প্রতি মাসে ২০০০ টাকার পরিবর্তে ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। 

বিল বেড়েছে সরকারি প্রতিষ্ঠানের সংযোগের ক্ষেত্রেও। এ ক্ষেত্রেও আধা ইঞ্চি ব্যাসের ক্ষেত্রে মাসিক বিল ৪০০ টাকা থেকে ৮০০ টাকা, দশমিক ৭৫ ইঞ্চি ব্যাসের ক্ষেত্রে ৭০০ থেকে ১২০০ টাকা ও ১ ইঞ্চি ব্যাসের বিল ১০০০ টাকা থেকে ১৫০০ টাকা নির্ধারিত হয়েছে। 

পানির বিলের নতুন হার ধার্যের কারণ হিসেবে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, গত কয়েক বছরে বিদ্যুতের মূল্য বৃদ্ধি, পানি উৎপাদন ও সরবরাহ কার্যক্রম বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধি পাওয়ায় পানি সরবরাহ খাতে ব্যয় বেড়েছে। প্রতি মাসে এ খাতে সিটি করপোরেশনকে প্রায় ৬৫ লাখ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। পানির সিস্টেম লস কমানোর লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রত্যেক সংযোগে মিটার স্থাপনের নির্দেশনা রয়েছে। মিটার স্থাপনে একসঙ্গে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। 

প্রসঙ্গত, পানি সরবরাহ খাতে সিসিকের কাছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা জানিয়ে সিসিকের এই কর্মকর্তা সুষ্ঠুভাবে পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে সিসিকের পুনর্নির্ধারিত পানির বিল প্রতি মাসে প্রদানের জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত