Ajker Patrika

ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর বাবার মৃত্যু

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর বাবার মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর খবর শুনে ৩ ঘণ্টা পর অসুস্থ বাবা মারা গেছেন। আজ বুধবার দুপুর ২টায় স্থানীয় শাহাজালাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থান তাঁদের দাফন সম্পন্ন করা হয়েছে।

মৃতরা হলেন, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুদরাইল (মোরাদাবাদ) গ্রামের বাসিন্দা মোহাম্মদ সয়ফুল্লাহ (৮০) ও তাঁর ছেলে আলী আহমদ (৫৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে বাবা ও ছেলে শারীরিকভাবে অসুস্থ হয়ে বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান আলী আহমদ। এর ৩ ঘণ্টা পর অর্থাৎ আজ বুধবার ভোর ৫টার দিকে মোহাম্মদ সয়ফুল্লাহও শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত আলী আহমদ ৪ সন্তানের বাবা ছিলেন এবং মৃত সয়ফুল্লাহ স্বর্ণের দোকানের কারিগর ছিলেন।

সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একই দিনে পিতা ও পুত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত