Ajker Patrika

কর্মিসভার ব্যানারে জনসভা: পরিকল্পনামন্ত্রীকে নির্বাচন কমিশনের শোকজ 

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৯: ০৪
কর্মিসভার ব্যানারে জনসভা: পরিকল্পনামন্ত্রীকে নির্বাচন কমিশনের শোকজ 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। গতকাল বুধবার অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা জজ রশিদ আহমেদ মিলন স্বাক্ষরিত চিঠিতে তাঁর কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী রোববার লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। 

চিঠিতে বলা হয়েছে, সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ৯ ডিসেম্বর শান্তিগঞ্জের রামেশ্বরপুর ও ১২ ডিসেম্বর জগন্নাথপুরের বড় ফেছি বাজারে কর্মিসভার ব্যানারে উন্মুক্ত জনসভায় অংশ নেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর বিধি ১২ এর বিধান লঙ্ঘন করে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণার শামিল। 

এ অবস্থায় নির্বাচনে অনিয়মের দায়ে কেন এম এ মান্নানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে অনুসন্ধান প্রতিবেদন প্রেরণ করা হবে না, তা জানিয়ে ১৭ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। 

এ বিষয়ে পরিকল্পনামন্ত্রীর ব্যক্তিগত সচিব হাসনাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠিতে যে দুই দিনের কথা উল্লেখ করা হয়েছে, সেটি ছিল আমাদের কর্মিসভা। নির্বাচনী সভা ছিল না বা জনসভাও করিনি। আমরা চিঠির জবাব অবশ্যই দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত