Ajker Patrika

সিলেটে বন্যার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

সিলেট প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২২, ১৩: ৫৮
সিলেটে বন্যার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে তাঁদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলের মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মহালীখলা গ্রামের আজব আলীর ছেলে রহমান মিয়া (১৪) ও তার মা নজমুনেছা (৫০)। 

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, ‘গত শুক্রবার নজমুনেছা ছেলেকে নিয়ে ছাতারখাই গ্রামে গিয়েছিলেন মেয়েকে দেখতে। ফেরার পথে পানির স্রোতে ভেসে গিয়ে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান মেলেনি। এরপর আজ সকালে লাশ ভেসে উঠলে আমরা গিয়ে উদ্ধার করি।’ 

গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘যেহেতু কারও কোনো অভিযোগ নাই। তাঁরা ময়নাতদন্ত চাইছেন না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত