Ajker Patrika

সিলেটে কাউন্সিলরের কার্যালয়ে হামলা

প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৪: ৪৯
সিলেটে কাউন্সিলরের কার্যালয়ে হামলা

সিলেট(কোতোয়ালী): সিলেট সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েকের অফিস ও বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নগরের মুন্সিপাড়ার কাউন্সিলর কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। এ সময় কয়েকজন যুবক কাউন্সিলরের কার্যালয়, বাসা এবং তার অনুসারীদের বাসা ভাঙচুর করে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েক জানান, আমি ছেলেকে নিয়ে তারাবির নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় সিসিটিভি ক্যামেরায় দেখতে পাই, অন্তত ১৫ থেকে ২০ জন যুবক মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। তারা কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করে এবং সার্টারে দা দিয়ে কুপিয়েছে। এ ছাড়াও আশপাশের অন্তত ২০টি বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করেন কাউন্সিলর লায়েক।

কাউন্সিলর বলেন, যারা হামলা করেছে সিসিটিভি ফুটেজে তাদের চেহারা স্পষ্ট দেখা গেছে। পুলিশও তাদের চিনতে পেরেছে। তারা হচ্ছেন স্থানীয় যুবদল নেতা মোহাম্মদ লাহিন, এরশাদ, রাশিদ, সাগর, বিদ্যুৎ, আনন্দ, মুন্না এবং তাদের সহযোগীরা। ভোটের সময় যারা আমার সাথে ছিলেন বা যারা কাজ করেছিলেন তাদের বাসায়ও হামলা চালানো হয় বলে অভিযোগ করেন লায়েক।

সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আবু ফরহাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছে। শুক্রবার রাতেই কাউন্সিলর লায়েক ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে মামলা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত