Ajker Patrika

হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি আটক

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারি আটক

হবিগঞ্জ শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে পুলিশ সদস্যসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় আটককৃতদের কাছ থেকে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন হবিগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মোস্তাফিজ বিল্লাহ (২৮)। তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে। এ ছাড়া অন্য মাদক কারবারিরা হলেন জেলার বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মোখলেছুর রহমান অপু (৩২), সালমান শাহ (২৯), সামছুল হক (৫২), নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)।

হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (ওসি) গোলাম মর্তুজা আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত মাদক কারবারিরা ধুলিয়াখালস্থ জনৈক মতিন মিয়ার পাকা বসত ঘরের ভেতরে মাদক বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত