Ajker Patrika

হবিগঞ্জে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ২০ 

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জে যাত্রীবাহী বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষ, আহত ২০ 

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস–কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে বাসের ২০ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মজলিসপুরে এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনার পর এক ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশের সহযোগিতা যান চলাচল স্বাভাবিক করা হয়। 

পুলিশ জানায়-আজ বিকেলে ঢাকা থেকে সিলেটগামী একটি রিয়েল কোচ পরিবহনের বাস মজলিসপুরে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালকসহ বাসের ২০ জন যাত্রী আহত হন। 

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও নবীগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কাভার্ডভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।  

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব আজকের পত্রিকাকে বলেন-‘আহতদের উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে, এদের মধ্যে কাভার্ডভ্যানচালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত