Ajker Patrika

আন্দোলনে ফুডপান্ডার দুই শতাধিক রাইডার

সিলেট প্রতিনিধি
আন্দোলনে ফুডপান্ডার দুই শতাধিক রাইডার

সিলেটে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আন্দোলন করেছে ফুডপান্ডার রাইডাররা। আজ রোববার ‘ফুডপান্ডা রাইডার সিলেট জোন’ এর উদ্যোগে নগরীতে মিছিল ও ফুডপান্ডা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রায় দুই শতাধিক রাইডার। 

বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিল শুরু করে জিন্দাবাজার ও বারুতখানাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে মিরাবাজারস্থ ফুডপান্ডা অফিসের সামনে গিয়ে মিছিল শেষ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পালন করে রাইডাররা। 

রাইডারদের ৮ দফা দাবিগুলো হলো, ডেলিভারি চার্জ বাড়ানো, ব্যাচ অনুযায়ী ডেলিভারি চার্জ চার্ট আকারে অফিসের দেওয়ালে টাঙানো, প্রত্যেক রাইডারকে ১ বছর মেয়াদে ১টি করে ব্যাগ ও ২টি টিশার্ট বিনা মূল্যে দিতে হবে, ১৮ বছরের নিচে কোনো রাইডার নিয়োগ দেওয়া যাবে না, কাস্টমারের কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো রাইডারকে শাস্তি দেওয়া যাবে না, প্রত্যেক রাইডারকে পরিচয়পত্র দিতে হবে, মোবাইলে ত্রুটির কারণে ফোন পরিবর্তন করলে সেই রাইডারকে অবগত না করে বরখাস্ত করা যাবে না এবং ওয়ালেটের টাকার লিমিট বাড়াতে হবে। 

এ সময় বক্তারা বলেন, তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। সেই সঙ্গে ৮ দফা দাবির পাশাপাশি, স্বেচ্ছায় কর্মবিরতিতে যাওয়া রাইডারদের বন্ধ থাকা আইডি দ্রুত খুলে দেওয়ারও দাবি জানান তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত