নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে বন্যার প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন কেন্দ্রে ভোটাররা নৌকা করে আসছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি একেবারেই কম। আজ বুধবার এসব পরিস্থিতি দেখা যায় সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।
এদিন দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাটের মুলাগুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯২৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৫৭টি। বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রবীর কুমার মন্ডল বলেন, ‘আবহাওয়া খারাপ থাকার কারণে ভোটার উপস্থিতি কম। ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
একই উপজেলার ৮ নম্বর মুলাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২৫৯টি ভোটের মধ্যে ভোট পড়েছে ২৭১টি। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।’
এদিকে জকিগঞ্জের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের কক্ষের সামনে পাঁচ থেকে ছয়জন দাঁড়ানো। নারী ভোটারদের কক্ষের সামনে দুজন ছিলেন। এ ছাড়া প্রেমনগর গ্রামের পুরুষ ভোটারদের ২ নম্বর কক্ষে পৌনে দুই ঘণ্টায় ভোট পড়ে দুটি।
উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে অনেক ভোটারকে কেন্দ্রে আসতে দেখা যায়।
এই কেন্দ্রের ভোটার সাজ উদ্দিন বলেন, ‘বন্যার কারণে সড়ক ডুবে গেছে। ঘর থেকে বের হওয়ারই উপায় নেই। প্রার্থীর লোকজন বাড়িতে নৌকা পাঠিয়েছেন। তাই ভোট দিতে আসছি।’
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো। ডিসি স্যারসহ কোর কমিটির সবাই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা ২টা পর্যন্ত ২১% ভোট পড়েছে।’
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেসব কেন্দ্রে গিয়েছি, সেগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক পেয়েছি।’
বন্যায় জকিগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। এ উপজেলার ১১৩টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। জকিগঞ্জে ভোটার রয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন।
আর কানাইঘাট উপজেলাতেও পৌরসভা ও ৮টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। বন্যায় এই উপজেলায় ১৯০টি গ্রাম এখনো প্লাবিত। ওই উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার রয়েছেন।
সিলেটে বন্যার প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে। বন্যায় সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিভিন্ন কেন্দ্রে ভোটাররা নৌকা করে আসছেন। তবে বেশির ভাগ কেন্দ্রেই ভোটার উপস্থিতি একেবারেই কম। আজ বুধবার এসব পরিস্থিতি দেখা যায় সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায়।
এদিন দুপুর ১২টা পর্যন্ত কানাইঘাটের মুলাগুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৯২৫ ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৫৭টি। বিষয়টি নিশ্চিত করে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা প্রবীর কুমার মন্ডল বলেন, ‘আবহাওয়া খারাপ থাকার কারণে ভোটার উপস্থিতি কম। ভোট সুষ্ঠু ও সুন্দর হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
একই উপজেলার ৮ নম্বর মুলাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ২৫৯টি ভোটের মধ্যে ভোট পড়েছে ২৭১টি। ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. জিলানী আজকের পত্রিকাকে বলেন, ‘এখানে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি।’
এদিকে জকিগঞ্জের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, পুরুষ ভোটারদের কক্ষের সামনে পাঁচ থেকে ছয়জন দাঁড়ানো। নারী ভোটারদের কক্ষের সামনে দুজন ছিলেন। এ ছাড়া প্রেমনগর গ্রামের পুরুষ ভোটারদের ২ নম্বর কক্ষে পৌনে দুই ঘণ্টায় ভোট পড়ে দুটি।
উপজেলার বারহাল ইউনিয়নের কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আসার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করে অনেক ভোটারকে কেন্দ্রে আসতে দেখা যায়।
এই কেন্দ্রের ভোটার সাজ উদ্দিন বলেন, ‘বন্যার কারণে সড়ক ডুবে গেছে। ঘর থেকে বের হওয়ারই উপায় নেই। প্রার্থীর লোকজন বাড়িতে নৌকা পাঠিয়েছেন। তাই ভোট দিতে আসছি।’
জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার উপস্থিতি ভালো। ডিসি স্যারসহ কোর কমিটির সবাই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বেলা ২টা পর্যন্ত ২১% ভোট পড়েছে।’
ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যেসব কেন্দ্রে গিয়েছি, সেগুলোতে ভোটার উপস্থিতি সন্তোষজনক পেয়েছি।’
বন্যায় জকিগঞ্জ উপজেলার পৌরসভা ও ৯টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। এ উপজেলার ১১৩টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে। জকিগঞ্জে ভোটার রয়েছেন ১ লাখ ৯১ হাজার ৫১৩ জন।
আর কানাইঘাট উপজেলাতেও পৌরসভা ও ৮টি ইউনিয়ন প্লাবিত রয়েছে। বন্যায় এই উপজেলায় ১৯০টি গ্রাম এখনো প্লাবিত। ওই উপজেলায় ২ লাখ ৮ হাজার ৯৯৯ জন ভোটার রয়েছেন।
নোয়াখালীতে একটি কলেজে অধ্যয়নরত ছাত্রকে অন্য একটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। বিষয়টি নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। দলে সাংগঠনিক নিয়ম ভেঙে কেন্দ্রীয় কমিটি থেকে এমন কমিটি ঘোষণা করায় ক্ষোভের সৃষ্টি হয়েছে নেতা-কর্মীদের মধ্যে।
৩৬ মিনিট আগে‘স্টপ রিভার পলুশন, সেভ লাইভস’—এই বার্তা সামনে রেখে নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম এক সাঁতার প্রতিযোগিতা। নদী দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ আয়োজন করে রায়পুরা রানার্স কমিউনিটি।
১ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে দেশের পাঁচটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে২ বছরের শিশু মাশরিফ বাড়ির উঠোনে একা খেলা করছিল। হঠাৎ করে একটি কুকুর এসে তাকে এলোপাতাড়ি কামড়াতে থাকে। পরে তার ডাক চিৎকারে স্বজনরা এসে উদ্ধার করলেও ততক্ষণে মাসরিফের শারীরিক অবস্থা হয়ে পড়ে আশঙ্কাজনক।
২ ঘণ্টা আগে