Ajker Patrika

জাদুকাটা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

প্রতিনিধি
জাদুকাটা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী জাদুকাটা ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটির মাঝি এখনো নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৮টায় উত্তর বড়দল ইউনিয়নের বারিক টিলা–সংলগ্ন জাদুকাটা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ মাঝির নাম হারিছ মিয়া (২৬)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফ টিলার মৃত নুর ইসলামের ছেলে ও বড়গোফ টিলা খেয়া নৌকার মাঝি। নৌকায় থাকা তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেন। তাঁরা হলেন বড়গোফ টিলা গ্রামের আলফাত আলীর ছেলে আ ছত্তার (৩৫), মৃত ফজলুল হকের ছেলে রহিছ মিয়া (৩৫) ও মৃত জবর আলীর ছেলে মফিজ মিয়া (৪৫)। সোমবার সকালে হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানির নিচে তলিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার হারিছ মিয়ার নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, হারিছের খোঁজে তাঁর স্বজনদের পাশাপাশি পুলিশের একটি দলও ঘটনাস্থলে রয়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকেও উদ্ধার তৎপরতা চালানোর জন্য বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত