Ajker Patrika

অবশেষে অনশন ভাঙার ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের

শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০: ৫৯
অবশেষে অনশন ভাঙার ঘোষণা শাবিপ্রবি শিক্ষার্থীদের

অবশেষে আমরণ অনশন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার সকালে তাঁরা এ কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন। ভোররাত ৪টার দিকে শাবিপ্রবির সাবেক অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

আন্দোলনের ১৩তম দিন গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে মুহম্মদ জাফর ইকবাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশনস্থলে যান। সেখানে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাঁর স্ত্রী ইয়াসমিন হকও সঙ্গে ছিলেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ড. জাফর ইকবাল বলেন, ‘আমি এখানে আসতে চাইছিলাম না। কারণ তোমরা আমরা কথা না শুনলে! আমি যেহেতু এসেছি, তোমাদের অনশন ভাঙিয়ে তারপর এখান থেকে যাব। আমি চাই তোমরা আন্দোলন চালিয়ে যাও।’

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক জাফর ইকবালের অনুরোধ ও দাবি পূরণের প্রতিশ্রুতিতে তাঁরা আজ এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরছেন না তাঁরা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে এলে এরপর তাঁরা অনশন ভাঙবেন বলে জানিয়েছেন।

ড. মুহম্মদ জাফর ইকবালের স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হক বলেন, ‘আমার মনে হয় তদন্ত কমিটি করা হয়েছে নামসর্বস্ব। প্রতিটি ঘণ্টা তোমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমরা চাই, তোমরা অনশন ভেঙে আন্দোলন চালিয়ে যাও। তবে তোমাদের বেঁচে থাকতে হবে।’

উল্লেখ্য, এর আগে গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তাঁর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েক শ ছাত্রী। একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালায়। পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাঁদের লক্ষ্য করে গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে এই আন্দোলন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গত বুধবার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত