Ajker Patrika

জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের বাধা, পাল্টা হামলায় ওসিসহ দুজন আহত

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৭ মে ২০২২, ১৯: ৪৩
জামায়াত-শিবিরের মিছিলে পুলিশের বাধা, পাল্টা হামলায় ওসিসহ দুজন আহত

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। এতে কোতোয়ালি থানার ওসিসহ দুজন আহত হয়েছেন। এ ঘটনায় জামায়াত-শিবিরের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে নগরীর জেলরোড পয়েন্টে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা বলছেন, জোহরের নামাজের পর নগরীর বন্দরবাজার এলাকার আবু তুরাব জামে মসজিদ থেকে মিছিল বের করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। গণকমিশনে ধর্ম ব্যবসায়ী হিসেবে ১১৬ জন আলেমের তালিকা প্রকাশের প্রতিবাদে এ মিছিল বের করেন সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি জেলরোডে আসার পর পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ নিশু লাল দে আহত হন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত-শিবিরের দুজনকে আটক করে। 

হামলার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশএ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘মিছিল থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। তাদের হামলায় কোতোয়ালি থানার ওসি ও বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ আহত হয়েছেন। পুলিশের ওপর আক্রমণের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত