Ajker Patrika

হবিগঞ্জে ২ শিশুসন্তানকে ‘বিষ খাইয়ে হত্যা’র পর যুবকের ‘আত্মহত্যা’

হবিগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে তিন ও পাঁচ বছরের দুই শিশুসন্তানকে ‘বিষ খাইয়ে হত্যা’র পর ‘নিজেও বিষ পানে আত্মহত্যা’ করেছেন আব্দুর রউফ (৩৫) নামের এক ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রউফের নিহত দুই শিশু হলো খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।

মৃত আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, ‘ভাই ও ভাবির মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিষয়ে ঝগড়া লেগে থাকত। গত রাতে চিৎকার-চেঁচামেচি শুনে গিয়ে দেখি আমার দুই ভাতিজি ও ভাই পড়ে আছে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

হবিগঞ্জের ২৫০ শয্যা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাফায়াতুল ইসলাম বলেন, গতকাল রাত ১টার দিকে দুই শিশুসহ আব্দুর রউফকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই দুই শিশুর মৃত্যু হয়। আব্দুর রউফ চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মারা যান।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক স্থানীয়দের বরাত দিয়ে আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আব্দুর রউফ ঋণগ্রস্ত ছিলেন। নানা বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর দাম্পত্য কলহ চলছিল। গতকাল মধ্যরাতে তাঁদের মধ্যে আবারও ঝগড়া হয়। তখন স্ত্রী ছোট সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান। পরে আব্দুর রউফ দুই সন্তান খাদিজা ও আয়েশাকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন।

সালিমুল হক আরও বলেন, বিষয়টি আঁচ করতে পেরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুর রউফকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁরও মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত