Ajker Patrika

হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

হবিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৫: ২৯
হবিগঞ্জে আন্দোলনকারী-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে তিনজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টর দিকে আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে বড় বাজার থেকে থানার দিকে আসতে থাকেন। এ সময় ঈদগাহের সামনে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে। একপর্যায়ে পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা থানায় হামলা করেন এবং থানায় আগুন ধরিয়ে দেন। বেলা সোয়া ২টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে বলে জানা গেছে। 

বানিয়াচং-আজমিরিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, আন্দোলনকারীরা অতর্কিতভাবে থানায় আগুন দেয়। এ বিষয়ে পরে বিস্তারিত বলা হবে।

হবিগঞ্জের সিভিল সার্জন নূরুল হক বলেন, গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বয়স ১৮ থেকে ২০ বছর। অপরজন মধ্যবয়স্ক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত