সিলেট প্রতিনিধি
সিলেটে এক দিনে (শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা) রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার কারণে নদ-নদীর পানি আরও বেড়েছে। সুরমা-কুশিয়ারাসহ নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। সারা রাতের বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি আটকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেশির ভাগ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে রাত আড়াইটার দিকে বাসায় পানি ঢোকে। পরে এটি সকালে নেমে যায়। প্রায় এক ফুট পানি ছিল। বৃষ্টি হলেই বাসায় পানি ঢোকে। এই ভোগান্তির মধ্য দিয়ে দিন যাচ্ছে আমাদের।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড পরিমাণ ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আকাশে মেঘ রয়েছে। আগামী দুদিন বৃষ্টি হতে পারে। এরপর এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের তিনটি নদীর ৫ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১৪৩ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার এবং লোভা নদীর লোভাছড়ার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময়ে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার, কুশিয়ারার শেরপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ডাউকির জাফলং পয়েন্টে ২৫১ সেন্টিমিটার, সারি-গোয়াইনের গোয়াইনঘাট পয়েন্টে ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা) ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আসামে ৪১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে সিলেটের নদ-নদীতে পানি বাড়বে। ইতিমধ্যে তিনটি নদীর তিন পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে। আর প্রায় সব পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। এখন পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।’
সিলেটে এক দিনে (শনিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা) রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। যার কারণে নদ-নদীর পানি আরও বেড়েছে। সুরমা-কুশিয়ারাসহ নদ-নদীর পানি বিপৎসীমা ছাড়িয়েছে। সারা রাতের বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় পানি আটকে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বেশির ভাগ এলাকার বাসাবাড়িতে পানি ঢুকেছে। ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম জানান, টানা বৃষ্টিপাতের কারণে রাত আড়াইটার দিকে বাসায় পানি ঢোকে। পরে এটি সকালে নেমে যায়। প্রায় এক ফুট পানি ছিল। বৃষ্টি হলেই বাসায় পানি ঢোকে। এই ভোগান্তির মধ্য দিয়ে দিন যাচ্ছে আমাদের।
সিলেট আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল শনিবার সকাল ৬টা থেকে আজ রোববার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড পরিমাণ ৪০৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর রোববার সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২৯.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহ মো. সজীব হোসাইন বলেন, সিলেটের আকাশে মেঘ রয়েছে। আগামী দুদিন বৃষ্টি হতে পারে। এরপর এই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, সিলেটের তিনটি নদীর ৫ পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার ৮৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে ১৪৩ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ১৭ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ সেন্টিমিটার এবং লোভা নদীর লোভাছড়ার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
একই সময়ে সুরমা নদীর সিলেট পয়েন্টে পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার, কুশিয়ারার শেরপুর পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, ডাউকির জাফলং পয়েন্টে ২৫১ সেন্টিমিটার, সারি-গোয়াইনের গোয়াইনঘাট পয়েন্টে ৭৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ আজকের পত্রিকাকে বলেন, ‘ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল সাড়ে ৮টা থেকে রোববার সকাল সাড়ে ৮টা) ১২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আসামে ৪১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যার কারণে সিলেটের নদ-নদীতে পানি বাড়বে। ইতিমধ্যে তিনটি নদীর তিন পয়েন্টে পানি বিপৎসীমা ছাড়িয়েছে। আর প্রায় সব পয়েন্টে নদ-নদীর পানি বাড়ছে। এখন পানি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক।’
একটি গাড়ির ভেতর থেকে করা ভিডিওতে দেখা যায়, অন্তত তিনজন ট্রাফিক পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন। তাঁদের পাশ কাটিয়ে চাপাতিধারী ছিনতাইকারী নির্বিঘ্নে চলে যাচ্ছে। পথচারীদের কেউ কেউ ছিনতাইয়ের ঘটনা দেখলেও তাঁরা কেউ এগিয়ে যাননি।
১৪ মিনিট আগেনাটোর শহরের হরিশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী অপু হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। অপু হরিশপুর এলাকার ময়েজ উদ্দিনের ছেলে। অপরদিকে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে আব্দুল কাদের (৫৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেউচ্চশিক্ষার উদ্দেশ্যে তেরো বছর বয়সে বাড়ি ছেড়ে চট্টগ্রামের হাটহাজারীর কওমি মাদ্রাসা আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলামে ভর্তি হয়েছিলেন বরগুনার ওমর ওরফে বেলাল হোসাইন। পরিবারের স্বপ্ন ছিল, বেলাল একদিন আলেম হয়ে সমাজে আলো ছড়াবেন। কিন্তু সেটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগেবগুড়ায় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হোটেলের কর্মচারীরা পালিয়ে যান। অনৈতিক কার্যকলাপের অভিযোগে হোটেলটি থেকে ১০ নারী ও দুই পুরুষকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।
৩ ঘণ্টা আগে