Ajker Patrika

দুবাইয়ে বন্যায় বাংলাদেশিদের কোনো ক্ষতি হয়নি: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৯: ৪৬
দুবাইয়ে বন্যায় বাংলাদেশিদের কোনো ক্ষতি হয়নি: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। তবে এতে প্রবাসী বাংলাদেশিদের তেমন কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

আজ বৃহস্পতিবার সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা আরব আমিরাতের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত বন্যায় বাংলাদেশি প্রবাসীদের বড় কোনো ক্ষতি হওয়ার খবর পাইনি।’ 

ইসরায়েলে ইরানের হামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘যুদ্ধ বাধলে তো সবারই ক্ষতি। তার প্রভাব আমাদের ওপরও পড়বে। তবে এখন পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত