Ajker Patrika

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ তরুণ

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৯: ২১
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে তলিয়ে নিখোঁজ তরুণ

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে মাছ শিকার করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক তরুণ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে রাজনগর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

আজ শুক্রবার সকালে রাজনগর ফায়ার স্টেশনে জানালে সিলেট থেকে ডুবুরি দল এসে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। 

নিখোঁজ তরুণে নাম সাদিক হোসেন হৃদয় (১৯)। তিনি রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের সোনাহর মিয়ার ছেলে। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বিকেলে বন্যার পানিতে মাছ শিকার করতে সোনাহর মিয়া তাঁর ছেলে হৃদয়কে নিয়ে একই উপজেলার বন্যাকবলিত রাজনগর সদর ইউনিয়নের ময়নার দোকানের কাছে মাছ ধরতে যান। মধ্যরাত পর্যন্ত মাছ ধরার জন্য সেখানে অবস্থান করেন। একপর্যায়ে রাত ১টার দিকে হৃদয় বন্যার পানিতে জাল ছুড়লে জালের টানে পানিতে ভেসে যান। পরে তাঁর বাবা উদ্ধারের চেষ্টা করেন, কিন্তু পানির তীব্র স্রোত তলিয়ে যান। 

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, ‘নিখোঁজের সংবাদ শুনে সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে ঘটনাস্থলে এসে তল্লাশি করেছে। কিন্তু পানিতে প্রবল স্রোত থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি। আমরা চারদিকে তল্লাশি অব্যাহত রেখেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত