Ajker Patrika

ওসমানী বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছবি: আজকের পত্রিকা
আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ছবি: আজকের পত্রিকা

সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকৃত ভূমির টাকা প্রাপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এলাকার ভুক্তভোগীরা। আজ বুধবার দুপুরে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

সিলেট সদর উপজেলার বিমানবন্দর এলাকার লালবাগ, ধোপাগুল, আটকিয়ারী, চরচরিকান্দি, বড়শালা, ছালিয়া ও আঙ্গারুয়া গ্রামের মানুষ দুপুরে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে বক্তারা বলেন, ২০২০ সালে বিমানবন্দর সম্প্রসারণ ও রাস্তা নির্মাণের জন্য তাঁদের ভূমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৫ বছর ধরে তাঁদের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না। ফলে তাঁরা তাঁদের বাড়িঘর সম্প্রসারণসহ ভূমির ক্রয়-বিক্রয় থেকে সম্পূর্ণ বঞ্চিত রয়েছেন। অর্থাভাবে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া ও বিয়েশাদি বন্ধ হয়ে গেছে। এর আগেও তাঁরা কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানালেও তাঁদের দুর্ভোগ লাঘবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ধোপাগুল লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম। আরও বক্তব্য দেন শায়েস্তা মিয়া, ফিরোজ আলী, মন্তাজ আলী, কবির হোসেন, আব্দুল হাকিম, আব্দুল নূর প্রমুখ।

অবস্থান কর্মসূচি শেষে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ অবস্থানকারীদের ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন এবং বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ফেব্রুয়ারি মাসের ভেতরেই বিষয়টি সুরাহা করে দেবেন।

নেতারা বলেন, এই সময়সীমার মধ্যে বিষয়টি সুরাহা না হলে তাঁরা আরও কঠোর কর্মসূচি পালনে বাধ্য হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত