বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর মাঝখানে কিছুদিন নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছুতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে করব। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞজনেরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোনো সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে।
দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার পর মাঝখানে কিছুদিন নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, ‘বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইমেজ সৃষ্টিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি নিয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় আনা হবে।’
আজ রোববার সকালে সিলেট জেলার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন ইসি আনিছুর রহমান।
নির্বাচন কমিশনার বলেন, ‘১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছুতে সাংবিধানিক দায়িত্ব নিয়ে করব। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।’
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, ‘ইভিএম মেশিনে কোনো ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরীক্ষা করে বিজ্ঞজনেরা অবহিত করেছেন। এই মেশিনের সবকিছু যেকোনো সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। ভোট শুরুর পর শূন্য থেকে গণনা হচ্ছে কি না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
আগামী ১৫ জুন বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে।
মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় গুলি করে মানিককে হত্যা করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যজনের কোনো খোঁজ মেলেনি। সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করেছেন, নাকি তিনি পালিয়ে গেছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
২ মিনিট আগেএক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামে
১৫ মিনিট আগেখ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ রোববার। দিনটি খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্টের পুনরুত্থান দিবস হিসেবে পালন করেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। তাঁদের মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল এবং আনন্দের।
১৮ মিনিট আগেচাঁদপুর সদর উপজেলায় বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১১টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল শনিবার মধ্যরাতে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে এই ঘটনা ঘটে। চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
২৪ মিনিট আগে