নিজস্ব প্রতিবেদক, সিলেট
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ এবং সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ও আন্তজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কর্মবিরতি শুরুর পর বেলা আড়াইটা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মঘট পালিত হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।
ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিকেরা জানান, আজ বিকেলে সিলেট জেলার পাথর-সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহনশ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকের কথা আছে রয়েছে। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করার কথা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘শনিবার সরকারি ছুটি ও রোববার আশুরার ছুটি আছে। এর মধ্যে পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি এবং ধর্মীয় দিবসের দিনে এমন কর্মসূচি যৌক্তিক নয়।’
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া আজ বিকেল ৪টায় আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের পাথর কোয়ারির সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন জড়িত। কোয়ারি বন্ধ থাকায় মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় সব কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর-সংশ্লিষ্টরা একমত পোষণ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীকালে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হবে।’ সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের মানুষের সেবা করার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু সিলেটবিদ্বেষী আচরণ করায় আমরা তাঁরও অপসারণ দাবি করেছি। আমাদের পাঁচ দফা দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়ব না। আশা করছি, বিভাগীয় কমিশনার এ ব্যাপারে আলোচনার উদ্যোগ নেবেন। তবে এখনো কোনো পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয়নি।’
পণ্য পরিবহন ধর্মঘটে কোনো প্রভাব পড়ছে কি না জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পত্রিকাকে বিকেল ৪টায় বলেন, ‘এখন পর্যন্ত কোনো নাগরিক বা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের কেউ জানায়নি যে তাদের পণ্য পরিবহনের সমস্যা হচ্ছে। নাগরিক বা ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ব্যাঘাত ঘটলে এবং সেটি আমাদের জানানো হলে তখন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’ সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, ‘দাবিগুলোয় বিষয়ে তারা আমাকে সেভাবে জানায়নি এবং আবেদনও করেনি। এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা দেখব। দাবির বিষয়গুলো যে দুজন উপদেষ্টা মহোদয় এসেছিলেন, তাঁরাও জানেন। মূলত পাথর কোয়ারির বিষয়, সেটাও রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত পাথর কোয়ারি লিজ দেওয়ার অ্যাগেইনস্টে। এখানে তাদের ধর্মঘটের বিষয়টা এটা, আমি জানি না এটার সঙ্গে সবাই সংশ্লিষ্ট কি না, আর কতটুকু চলছে। এটা আমরা দেখব, জাজ করব। এটা জেলা প্রশাসক আছে এবং আমাদের প্রশাসন এটা বিবেচনা করবে। জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি তারা করতে পারে, সেটা তাদের বিষয়। আমরা বিষয়টা দেখি এবং সবকিছু বিবেচনা করে পদক্ষেপ নেব।’
এর আগে ২ জুলাই (বুধবার) নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘আপনি তো জনপ্রতিনিধি না’ বলায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবি জানান তিনি। ওই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ডিসিকে ‘সিলেটবিদ্বেষী, অদক্ষ ও ব্যর্থ’ দাবি করে আন্দোলন শুরু করেন। ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা’ ছিলেন বলেও দাবি করেন আরিফুল হক।
জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের অপসারণ এবং সব পাথর কোয়ারি খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবিতে সিলেটে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘট চলছে। আজ শনিবার সকাল ৬টা থেকে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই কর্মবিরতি শুরু করে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের ও আন্তজেলা সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
কর্মবিরতি শুরুর পর বেলা আড়াইটা পর্যন্ত নগর ও জেলার বিভিন্ন স্থানে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মঘট পালিত হতে দেখা গেছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা শান্তিপূর্ণভাবে যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের সব পাথর কোয়ারি খুলে দেওয়া, স্টোন ক্রাশার মেশিন ধ্বংস অভিযান বন্ধ, পাথরবাহী ট্রাক জব্দ না করা, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ কার্যালয়ে শ্রমিকদের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধ করা ও সিলেটের জেলা প্রশাসকের অপসারণ।
ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যান শ্রমিকেরা জানান, আজ বিকেলে সিলেট জেলার পাথর-সংশ্লিষ্ট মালিক ও ব্যবসায়ী ঐক্য পরিষদের আহ্বানে পরিবহনশ্রমিক ও মালিকদের সঙ্গে বৈঠকের কথা আছে রয়েছে। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করার কথা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘শনিবার সরকারি ছুটি ও রোববার আশুরার ছুটি আছে। এর মধ্যে পণ্য পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকারি ছুটি এবং ধর্মীয় দিবসের দিনে এমন কর্মসূচি যৌক্তিক নয়।’
সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া আজ বিকেল ৪টায় আজকের পত্রিকাকে বলেন, ‘সিলেটের পাথর কোয়ারির সঙ্গে হাজার হাজার শ্রমিকের জীবন জড়িত। কোয়ারি বন্ধ থাকায় মানুষ অসহায় হয়ে পড়ছে। এই অবস্থায় সব কোয়ারি খুলে দেওয়ার দাবিতে পাথর-সংশ্লিষ্টরা একমত পোষণ করেছেন। এরই পরিপ্রেক্ষিতে কর্মবিরতি চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীকালে সর্বাত্মক ধর্মঘটের ডাক দেওয়া হবে।’ সিলেটের জেলা প্রশাসকের অপসারণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সিলেটের মানুষের সেবা করার দায়িত্ব জেলা প্রশাসকের। কিন্তু সিলেটবিদ্বেষী আচরণ করায় আমরা তাঁরও অপসারণ দাবি করেছি। আমাদের পাঁচ দফা দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়ব না। আশা করছি, বিভাগীয় কমিশনার এ ব্যাপারে আলোচনার উদ্যোগ নেবেন। তবে এখনো কোনো পক্ষ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয়নি।’
পণ্য পরিবহন ধর্মঘটে কোনো প্রভাব পড়ছে কি না জানতে চাইলে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজকের পত্রিকাকে বিকেল ৪টায় বলেন, ‘এখন পর্যন্ত কোনো নাগরিক বা ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের কেউ জানায়নি যে তাদের পণ্য পরিবহনের সমস্যা হচ্ছে। নাগরিক বা ব্যবসায়ীদের পণ্য পরিবহনের ব্যাঘাত ঘটলে এবং সেটি আমাদের জানানো হলে তখন এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’ সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী আজ বিকেল সাড়ে ৫টায় আজকের পত্রিকাকে বলেন, ‘দাবিগুলোয় বিষয়ে তারা আমাকে সেভাবে জানায়নি এবং আবেদনও করেনি। এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা দেখব। দাবির বিষয়গুলো যে দুজন উপদেষ্টা মহোদয় এসেছিলেন, তাঁরাও জানেন। মূলত পাথর কোয়ারির বিষয়, সেটাও রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয়। রাষ্ট্রীয় সিদ্ধান্ত এখন পর্যন্ত পাথর কোয়ারি লিজ দেওয়ার অ্যাগেইনস্টে। এখানে তাদের ধর্মঘটের বিষয়টা এটা, আমি জানি না এটার সঙ্গে সবাই সংশ্লিষ্ট কি না, আর কতটুকু চলছে। এটা আমরা দেখব, জাজ করব। এটা জেলা প্রশাসক আছে এবং আমাদের প্রশাসন এটা বিবেচনা করবে। জেলা প্রশাসক প্রত্যাহারের দাবি তারা করতে পারে, সেটা তাদের বিষয়। আমরা বিষয়টা দেখি এবং সবকিছু বিবেচনা করে পদক্ষেপ নেব।’
এর আগে ২ জুলাই (বুধবার) নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশ থেকে আজকের কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়। তখন আন্দোলনকারীরা সরকারকে ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন। এ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের দুবারের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে ‘আপনি তো জনপ্রতিনিধি না’ বলায় জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহারের দাবি জানান তিনি। ওই কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ডিসিকে ‘সিলেটবিদ্বেষী, অদক্ষ ও ব্যর্থ’ দাবি করে আন্দোলন শুরু করেন। ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তা’ ছিলেন বলেও দাবি করেন আরিফুল হক।
চট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)। কিন্তু নিয়োগের ১৫ মাসেও রাজকীয় এই বিদেশি অপারেটরের গরিবি হাল কাটছে না। প্রতিষ্ঠানটি এখনো পণ্য খালাসের..
১ ঘণ্টা আগেঝালকাঠি শহরে অটোরিকশার দৌরাত্ম্য এবং সড়কে ভ্রাম্যমাণ বাজারের কারণে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং চলাচলে বিঘ্ন দেখা দেয়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী এবং সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।
১ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজে ২৬ বছর ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। অথচ প্রতিবছর শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদের ফি নেওয়া হচ্ছে। এদিকে বিভিন্ন খাতে আদায় করা অর্থ শিক্ষার্থীদের জন্য ঠিকভাবে ব্যয় করা হয় না বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩ ঘণ্টা আগে