Ajker Patrika

ছাত্রীর সঙ্গে স্কুলশিক্ষকের বিয়ের অভিযোগ, থানায় গেলেন প্রথম স্ত্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
মো. মনোয়ার হোসেন মকুল। ছবি: সংগৃহীত
মো. মনোয়ার হোসেন মকুল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া এক স্কুলশিক্ষক তাঁর ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই স্কুলশিক্ষকের বিরুদ্ধে অনুমতি ছাড়া বিয়ে এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে থানায় গেছেন তাঁর প্রথম স্ত্রী।

অভিযুক্ত শিক্ষক হলেন মো. মনোয়ার হোসেন মকুল (৫০)। তিনি রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক। তাঁর বাড়ি তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, দুই দিন ধরে মনোয়ার হোসেনের খোঁজ না পেয়ে ১৮ নভেম্বর ছাত্রীর বাড়িতে যান তাঁর স্ত্রী শামীমা জাহান। সেখানে গিয়ে স্বামী মনোয়ার হোসেন ও তাঁর ছাত্রীকে ঘরে একত্রে দেখতে পেয়ে প্রশ্ন তোলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মনোয়ার হোসেন ও তাঁর ছাত্রীর পরিবারের লোকজন তাঁকে গালমন্দ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।

অতীতেও আরেক ছাত্রীর সঙ্গে মনোয়ার হোসেনের সম্পর্ক ছিল জানিয়ে শামীমা জাহান বলেন, ‘আমি নিজেও স্কুলশিক্ষক। আমার প্রথম মেয়ের বিয়ে হয়েছে। তাই মানসম্মানের কথা চিন্তা করে এত দিন গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু ব্যর্থ হয়ে অবশেষে থানায় অভিযোগ দিতে বাধ্য হলাম। একজন শিক্ষক হয়ে কী করে সে আইন অমান্য করে বাল্যবিবাহ করে? আমি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চাই।’

এ ব্যাপারে জানতে চাইলে বিয়ের খবর অস্বীকার করে মনোয়ার হোসেন বলেন, ‘আপনি তো নিউজ করেই ফেলেছেন। আপনাকে কী বক্তব্য দেব।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘গতকাল সারা দিন অফিসের কাজে বাইরে ছিলাম। অভিযোগের আলোকে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফটিকছড়িতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক দুই

লিটনদের ‘ফাইনাল’ ম্যাচ দিনের আলোয়

আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, প্রার্থী হচ্ছেন কোন আসনে

লবণাক্ত সুন্দরবনে মাটির গভীরে আছে দুটি বিশাল মিঠাপানির ভান্ডার: গবেষণা

আজকের রাশিফল: প্রাক্তনের মেসেজ পেয়ে আবেগে ভেসে যাবেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ