Ajker Patrika

ইভিএমে ভোট দিতে আঙুল ঘষছেন ভোটাররা

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৪: ২৪
ইভিএমে ভোট দিতে আঙুল ঘষছেন ভোটাররা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে আজ বুধবার সকাল ৮টা থেকে তিনটি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোটগ্রহণ চলছে। এরই ধারাবাহিকতায় নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে আঙুলের ছাপ নিয়ে বিড়ম্বনায় পড়ছেন ভোটাররা। তাঁদের আঙুলের ছাপ ইভিএম মেশিনে নিচ্ছে না বলে জানিয়েছেন তাঁরা।

সরেজমিন ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, ইভিএম মেশিনে অনেক ভোটারের আঙুলের ছাপ না নেওয়ায় তাঁরা ভোট না দিয়েই বের হচ্ছেন। অনেকে টিউবওয়েলের পানি দিয়ে আঙুল ঘষে পরিষ্কার করছেন।

ভোটকেন্দ্রে সায়মা আক্তার (৩৫) নামে এক নারীকে আঙুল পরিষ্কার করতে দেখা গেছে। এ সময় তিনি বলেন, ‘এইবার প্রথম ইভিএম মেশিন দিয়ে ভোট দিচ্ছি। কিন্তু মেশিন আমার আঙুলের ছাপ নিচ্ছে না। সে জন্য আঙুল ঘষেমেজে পরিষ্কার করছি। এবার কীভাবে ছাপ নেয় না দেখব।’

ইভিএমে আঙুলের ছাপ না মেলায় হাত পরিষ্কার করছেন ভোটাররাঅপর এক ভোটার জিল্লুর রহমান মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে হাত পরিষ্কার করছেন। তিনি বলেন, ‘প্রথমবার ডিজিটাল মেশিনে ভোট দিবা (দিতে) আসিনু (এসেছিলাম)। কিন্তু আঙুলের ছাপ মেলেই না। ওই তানে (জন্য) গাড়ির তেল দেহেনে (বের করে) হাত পরিষ্কার করছু (করছি)।’

জানা গেছে, এবার রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচোঁর ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১৫ জন, সাধারণ সদস্য পদে ৮৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ৬১ হাজার ১৪৮ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩১ হাজার ৫৩৮ জন ও নারী ভোটার ২৯ হাজার ৬১০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত