Ajker Patrika

ফুলবাড়ীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, রাজমিস্ত্রি নিহত 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১২: ৫২
ফুলবাড়ীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কা, রাজমিস্ত্রি নিহত 

দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় জাকির সর্দার (৫২) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আহত হয়েছেন। 

আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার উত্তর সুজাপুরে এ দুর্ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত জাকির সর্দার জেলার বিরামপুর উপজেলার দক্ষিণ সাহাবাজপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। আহত রনি (৩০) একই এলাকার মাইদুলের ছেলে। তাঁরা রাজমিস্ত্রির কাজ করতেন। 

স্থানীয়রা জানান, জাকির সর্দার ও রনি মোটরসাইকেলে ফুলবাড়ী পৌর শহর থেকে উপজেলার শিবনগর এলাকায় যাচ্ছিলেন। পথে উত্তর সুজাপুর এলাকায় প্রধান সড়ক থেকে পাশের সড়কের দিকে মোড় নিতে গিয়ে দিনাজপুর থেকে আসা প্রাণ কোম্পানির একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাঁদের চাপা দেয়। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জাকির সর্দারকে মৃত্যু ঘোষণা করেন এবং রনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়। 

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত