Ajker Patrika

বুড়িমারী থেকে আন্তনগর ট্রেনের আশ্বাস, চলমান অবরোধ স্থগিত

লালমনিরহাট প্রতিনিধি 
আন্দোলনকারী নেতাদের নিয়ে হাতীবান্ধা ডাকবাংলোতে বৈঠকে বসেন জেলা প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
আন্দোলনকারী নেতাদের নিয়ে হাতীবান্ধা ডাকবাংলোতে বৈঠকে বসেন জেলা প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

লালমনিরহাটের বুড়িমারী থেকে বুড়িমারী এক্সপ্রেস ট্রেন যাত্রার দাবিতে চলমান অনির্দিষ্টকালের সড়ক ও রেলপথ অবরোধ টানা দুদিন পর বৈঠকের মাধ্যমে স্থগিত করা হয়েছে। আজ সোমবার রাত ১০টায় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে আপাতত অবরোধ স্থগিত ঘোষণা করে সড়ক ও রেলপথ ছেড়ে দেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল রোববার থেকে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় সড়ক ও রেলপথ অবরোধ করে রেখেছিলেন আন্দোলনকারীরা।

জানা গেছে, সোমবার সন্ধ্যার পরে আন্দোলনকারী নেতাদের নিয়ে হাতীবান্ধা ডাকবাংলোতে বৈঠকে বসে জেলা প্রশাসন ও রেলওয়ে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমানের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) জয়ন্ত রায়, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম মিঞা। আন্দোলনকারীদের পক্ষে ছিলেন ঢাকা টু বুড়িমারী আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক সাহিদুজ্জামান কোয়েল, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি সহিদুজ্জামান নিরু, সাংবাদিক নিশাদ ফারুক, শিক্ষক প্রতিনিধি নাজমুল কায়েস হিরু।

বৈঠক শেষে চলমান অনির্দিষ্টকালের অবরোধসহ সব ধরনের কর্মসূচি স্থগিত ঘোষণা করে সড়ক ও রেলপথ থেকে সরে যান আন্দোলনকারীরা। বৈঠকে সিদ্ধান্ত প্রসঙ্গে আন্দোলনের সমন্বয়ক বলেন, প্রশাসনের আশ্বাসে আন্দোলন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আশ্বাস বাস্তবায়িত না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠক শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বুড়িমারী এক্সপ্রেস ট্রেন নিয়ে চলমান আন্দোলন যৌক্তিক। বিষয়টি নিয়ে জেলা প্রশাসন ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সভা করে সেই সভার রেজল্যুশন রেলপথ উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রার ব্যবস্থা করা হবে। যদি কোনো কারণে সম্ভব না হয়, তবে যত দ্রুত সম্ভব অন্তত শাটল ট্রেনের ব্যবস্থা করা হবে। এ সিদ্ধান্তে সবাই একমত হয়েছি, দ্রুতই এ সমস্যার সমাধানের ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কূটনৈতিক পাসপোর্টকে রাতারাতি অর্ডিনারি বানিয়ে দেওয়া পরিচালক বরখাস্ত

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

৩৫ বছর ভারতে, স্বামী–সন্তান রেখে দেশে ফেরার নোটিশ পেলেন পাকিস্তানি সারদা

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত