হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
‘আমার ছেলের কী অপরাধ ছিল যে ওরে মেরে ফেলল। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করলা না কেন? আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, তাদের ফাঁসি চাই।’ আজ রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন মানিকুলের মা সামছুন্নাহার।
উপজেলার সিংগীমারী ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মানিকুলের মা, স্ত্রীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মানিকুল হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করতে না পারে তাহলে কঠোর আন্দোলন ও বিক্ষোভ করবেন বলে ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা সামছুন্নাহার, স্ত্রী শাকিলা আক্তার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সবুজ, সাদেকুল ইসলাম স্বপন প্রমুখ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব জড়িতদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি বিকেলে হাতীবান্ধা উপজেলার একটি ভুট্টাখেত থেকে মানিকুল ইসলামের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার সিংগীমারী ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তিনি। ওই দিনই নিহতের মা সামছুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় মামলা করেন। এদিকে গতকাল শনিবার সকালে উপজেলার একই এলাকায় বাঁশঝাড় থেকে মানিকুলের কাটা মাথা উদ্ধার করে পুলিশ।
‘আমার ছেলের কী অপরাধ ছিল যে ওরে মেরে ফেলল। এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করলা না কেন? আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, তাদের ফাঁসি চাই।’ আজ রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় ভ্যানচালক মানিকুল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে কাঁদতে কাঁদতে কথাগুলো বলেন মানিকুলের মা সামছুন্নাহার।
উপজেলার সিংগীমারী ইউনিয়নবাসীর আয়োজনে উপজেলা পরিষদ গেটের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে মানিকুলের মা, স্ত্রীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মানিকুল হত্যার ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি কাউকে গ্রেপ্তার করতে না পারে তাহলে কঠোর আন্দোলন ও বিক্ষোভ করবেন বলে ঘোষণা দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা সামছুন্নাহার, স্ত্রী শাকিলা আক্তার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম, স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সবুজ, সাদেকুল ইসলাম স্বপন প্রমুখ।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ জোরালোভাবে কাজ করে যাচ্ছে। যত দ্রুত সম্ভব জড়িতদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, ১৯ জানুয়ারি বিকেলে হাতীবান্ধা উপজেলার একটি ভুট্টাখেত থেকে মানিকুল ইসলামের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার সিংগীমারী ইউনিয়নের পাইকারপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে তিনি। ওই দিনই নিহতের মা সামছুন্নাহার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে থানায় মামলা করেন। এদিকে গতকাল শনিবার সকালে উপজেলার একই এলাকায় বাঁশঝাড় থেকে মানিকুলের কাটা মাথা উদ্ধার করে পুলিশ।
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
১ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
৫ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
৯ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৩ মিনিট আগে