Ajker Patrika

দিনাজপুরে বাবার সঙ্গে স্কুলে যাওয়া হলো না শিশু আনিসার

দিনাজপুর প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরে বাবার সঙ্গে মোটরসাইকেলে করে স্কুল যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় আনিসা নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটির বাবা কলেজশিক্ষক আবু হাসনাত ডনকে হাসপাতালে ভর্তি করা হয়।

আজ সোমবার সকাল ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার গাবুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে মেয়েকে মোটরসাইকেলে করে দিনাজপুর শহর থেকে চিরিরবন্দরে স্কুলে যাচ্ছিলেন। তাঁরা গাবুড়া বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক হতে আসা ট্রাক ধাক্কা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি একটি অটোভ্যানকে পাশ দেওয়া সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় লোকজন আহত বাবা-মেয়েকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আনিসাকে মৃত ঘোষণা করেন।

আনিসা চিরিরবন্দর উপজেলার আমেনা বাকী স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা একটি কলেজের শিক্ষক। তাদের বাড়ি চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের কালীগঞ্জ গ্রামে।

দিনাজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত