Ajker Patrika

‘তিন দিনের মধ্যে বহিষ্কারাদেশ তুলে না নিলে আমরা বিক্ষোভ নিয়ে কেন্দ্রে যাব’

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আজ বিকেলে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আজ বিকেলে বিক্ষোভ করেন। ছবি: আজকের পত্রিকা

কেন্দ্রের সিদ্ধান্তকে প্রত্যাখান করে বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চার রাস্তার মোড় প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শেখ আইয়ুব আলী খান ও সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ।

তাঁরা বলেন, ১২ জুলাই মহাসচিবের ভাইয়ের গাড়ি ভাঙচুরের ঘটনা ঠাকুরগাঁও জেলা বিএনপি ভিন্নভাবে কেন্দ্রে দাখিল করেছে। কেন্দ্র বিষয়টি তদন্ত না করেই নবনির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমানকে গতকাল রাতে বহিষ্কার করে। কেন্দ্রের এ সিদ্ধান্ত তৃর্ণমূল বিএনপির নেতা-কর্মীদের ব্যথিত করেছে।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ বলেন, ‘কেন্দ্রের সিদ্ধান্ত আগামী তিন দিনের মধ্যে পরিবর্তন করে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ তুলে না নিলে আমরা বিক্ষোভ নিয়ে কেন্দ্রে যাব। জন্মলগ্ন থেকে বিএনপি করি, উড়ে এসে জুড়ে বসে অনেকেই বড় বড় কথা বলছে। কেন্দ্রের কাছে অনুরোধ, এসব তদন্ত করুন। বালিয়াডাঙ্গী বিএনপিটাকে ধ্বংস করে দেবেন না।’

এর আগে দুপুরে কেন্দ্রের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। দলটির উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এ কর্মসূচি ঘোষণা দেন বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর রাজিউর রহমান আসাদ। এর মধ্যে আজ বিকেলে বিক্ষোভ, আগামীকাল বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও আগামী শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।

মানববন্ধনে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা তাঁতী দলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দীন স্মৃতি কলেজে উপজেলা বিএনপির সম্মেলনের ফলাফল ঘোষণা করে ঠাকুরগাঁওয়ে ফেরার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনের ওপর হামলা ও তাঁকে বহনকারী গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।

পরদিন ১৩ জুলাই সভা ডেকে সম্মেলনের ফলাফল স্থগিত করে জেলা কমিটি এবং নবনির্বাচিত দুই নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমানকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠায়। সেই সুপারিশের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার রাত ৮টায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে দুই নেতাকে বহিষ্কার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

‘আমি আধুনিক পুলিশ, সাংবাদিকদের ভয় করে চলি না’

লন্ডনের আকাশসীমা বন্ধ ঘোষণা, ফ্লাইট বাতিলে ভোগান্তিতে হাজারো যাত্রী

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত