ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওই টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌরশহরে মুন্সিরহাট মহল্লার কোরাআনের হাফেজ মো. হৃদয়ের (২২) চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন সৌরভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও কুড়িয়ে পাওয়া যুবক সৌরভ। সেখানে অন্ধ হাফেজ হৃদয়ের সমস্যার কথা শুনে চোখের চিকিৎসার জন্য একটি চেক তাঁর হাতে হাতে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে সৌরভ বলেন, ‘একটি গণমাধ্যমে জানতে পেরেছি হাফেজ হৃদয় একটি অসুখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। টাকার জন্য অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই ৫ লাখ টাকার মধ্যে তাঁকে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর চিকিৎসা বাবদ ও স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দেব।’
হাফেজ হৃদয় বলেন, ‘এত দিন অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখের আলো ফিরে পাইনি। এখন সৌরভ ভাইয়ের সহায়তায় অস্ত্রোপচারের পর দুটি চোখই সমান সচল হয়ে উঠবে। আবার আগের মতোই সব দেখতে পাব। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ওই যুবককে। সেই সঙ্গে হৃদয় যাতে সুস্থ হয়ে আবার পৃথিবীর আলো দেখতে পারেন সেই প্রত্যাশা করি।’
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ৫ লাখ টাকাসহ একটি ব্যাগ কুড়িয়ে পান শাকির হোসেন ওরফে সৌরভ (২৭) নামে এক ব্যবসায়ী। পরে সেই টাকার মালিকের খোঁজে শহরজুড়ে মাইকিং করে গণমাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরই মধ্যে এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। কিন্তু টাকার প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ওই টাকা অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সৌরভ।
গতকাল সোমবার সন্ধ্যায় পৌরশহরে মুন্সিরহাট মহল্লার কোরাআনের হাফেজ মো. হৃদয়ের (২২) চোখের চিকিৎসার জন্য ৩ লাখ টাকার একটি চেক তুলে দেন সৌরভ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী ও কুড়িয়ে পাওয়া যুবক সৌরভ। সেখানে অন্ধ হাফেজ হৃদয়ের সমস্যার কথা শুনে চোখের চিকিৎসার জন্য একটি চেক তাঁর হাতে হাতে তুলে দেন তাঁরা।
এ বিষয়ে সৌরভ বলেন, ‘একটি গণমাধ্যমে জানতে পেরেছি হাফেজ হৃদয় একটি অসুখে দৃষ্টিশক্তি হারিয়েছেন। টাকার জন্য অস্ত্রোপচার করাতে পারছেন না। তাই ৫ লাখ টাকার মধ্যে তাঁকে ৩ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেই। বাকি দুই লাখ টাকা আমার এক বন্ধুর বাবা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাঁর চিকিৎসা বাবদ ও স্থানীয় কিছু দরিদ্র মানুষকে দেব।’
হাফেজ হৃদয় বলেন, ‘এত দিন অস্ত্রোপচারের জন্য টাকা জোগাড় করতে না পারায় চোখের আলো ফিরে পাইনি। এখন সৌরভ ভাইয়ের সহায়তায় অস্ত্রোপচারের পর দুটি চোখই সমান সচল হয়ে উঠবে। আবার আগের মতোই সব দেখতে পাব। তাই খুব খুশি লাগছে। আর এ জন্য আমি তাঁর কাছে কৃতজ্ঞ।’
সদর উপজেলা ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। আমি ধন্যবাদ জানাই ওই যুবককে। সেই সঙ্গে হৃদয় যাতে সুস্থ হয়ে আবার পৃথিবীর আলো দেখতে পারেন সেই প্রত্যাশা করি।’
আবাসন সংকট, অবৈধ অস্থায়ী আদালত অপসারণ ও মাঠ দখল থেকে মুক্ত করাসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাদ্রাসা-ই-আলিয়ার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
৭ মিনিট আগেবঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও অমাবস্যার প্রভাবে বাতাসের তীব্রতায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
১১ মিনিট আগেচুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুরে মনিরুল ইসলাম (৫০) নামের এক দিনমজুরকে গতকাল শনিবার দুপুরে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মামলার ৫ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী আলমডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁর স্ত্রী পাপিয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞেসাবাদে স্বামীকে
১৫ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় সড়ক ও নালা সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভা ভবনের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার সকালে পৌর কার্যালয়ের সমানে তিন নম্বর ওয়ার্ডের শতাধিক মানুষ এই বিক্ষোভ করেন। এ সময় বেহাল সড়কের সংস্কার, সুপেয় পানির সংকট নিরসন, নালা ব্যবস্থা ভেঙে সংস্কারের দাবি জানানো হয়।
১৯ মিনিট আগে