নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’
তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’
তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।
গাজীপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করে শ্রীপুর থানা–পুলিশ।
২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
৩০ মিনিট আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ময়নাল হক (৩৫) নামে আওয়ামী লীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ উঠেছে, বাঁশ ও কাপড় দিয়ে বানানো নৌকা রাস্তার মোড়ে টাঙিয়েছেন তিনি।গ্রেপ্তার ময়নাল উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড়...
৩৭ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার এক দিন পর যোগদান করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক (অব.) ড. মো. মাকসুদ হেলালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।
১ ঘণ্টা আগে