নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’
তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।
দিনাজপুরের নবাবগঞ্জ জাতীয় উদ্যানের ঘন শালবনে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিভিয়েছে উপজেলা ফায়ার সার্ভিস। এরই মধ্যে আগুনে পুড়ে গেছে চারটি শালসহ বেশ কিছু বেতগাছ। কর্তৃপক্ষ বলছে, তীব্র দাবদাহ বা মাদকসেবীদের ফেলা আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উদ্যানের উপজেলা সামাজিক বন বিভাগের বড় জালালপুর মৌজার মুড়াপাড়া এলাকার সৃজিত বেত ও শাল বাগানে এ অগ্নিকাণ্ড ঘটে।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জাতীয় উদ্যানে আগুন লাগার সংবাদ পেয়ে দুপুর ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। চার গাড়ি পানি ছিটিয়ে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়।’
তিনি আরও বলেন, ‘আগুনে বনের ৪টি শাল গাছ ও কিছু বেতগাছ পুড়ে যায়। এতে বন বিভাগের প্রায় ১ লাখ টাকা সম্পদ ক্ষতি হয়েছে।’
চরকাই রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার আগুনের বিষয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘বন বিভাগের ঘন শালবনের বেশ কিছু এলাকায় মাদক ও বখাটেদের ওঠাবসা। তাদের ফেলে দেওয়া সিগারেটের আগুনে এ দুর্ঘটনা লাগতে পারে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়াও চলমান দাবদাহে বনে পড়ে থাকা শুকনো শাল পাতায় অনায়াসে আগুন ধরার ঘটনা ঘটতে পারে।’
তবে আগুনে পোড়া শালগাছগুলির তেমন কোনো ক্ষতি হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, গেল বছরের ২৫ এপ্রিল জাতীয় উদ্যানের শালবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় আগুন লেগে প্রায় ৭ একর শালবন ক্ষতিগ্রস্ত হয়।
মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। জেলার সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া থেকে লৌহজং উপজেলার মাওয়া পর্যন্ত ১৯ কিলোমিটার পথে একের পর এক দুর্ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। গত এক মাস ১০ দিনে এই এক্সপ্রেসওয়েতে ২৩টি দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।
২০ মিনিট আগেমাদারীপুর শহরের বাসিন্দা আমেনা বেগম। বয়স প্রায় ৭০ বছর। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ-ব্যাধি। এসেছে ক্লান্তি ভাব। কিন্তু এ বয়সেও বিশ্রাম নেই এই মায়ের। প্রতিবন্ধী মেয়ের সেবা করে দিনরাত পার করছেন তিনি।
৩৫ মিনিট আগেবরগুনার তালতলী উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে এক ব্যক্তি বিরুদ্ধে মাছের ঘের করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দিলেও তা অমান্য করে রাতের আঁধারে মাটি কাটা হচ্ছে। নলবুনিয়ার শুভসন্ধ্যা সৈকত এলাকায় এই জমি দখল করা হয়।
১ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কাছে যাত্রাবিরতি করা শত শত বালুবহনকারী জাহাজ থেকে প্রতিদিন চাঁদাবাজির অভিযোগ উঠেছে। নদীর তীরে যাত্রাবিরতি করার সুযোগ করে দেওয়ার নামে প্রতিদিন সন্ধ্যা নামলেই এ চাঁদাবাজি শুরু হয়। একেকটি বালুবহনকারী জাহাজ থেকে ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা তুলছে স্থানীয় একটি চক্র।
১ ঘণ্টা আগে