ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও বাসের চালক, হেলপারসহ অর্ধশত যাত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের বেজাই মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান মণ্ডল ও অনুপ রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে শাহী স্পেশাল নামে একটি বাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে রাজশাহী যাচ্ছিল। এ সময় ভ্যানচালক আফসার আলী অসতর্কতাভাবে বেজাই মোড় থেকে সড়ক পার হচ্ছিলেন। তখন বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী আহাদ এন্টারপ্রাইজ নামের নাইটকোচের সঙ্গে সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ সময় স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০ থেকে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অপর বাসের ১০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানচালক আফসার আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় দিনাজপুর যাওয়ার পথেই ভ্যানচালকের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আমবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ভ্যানচালক আফসার আলীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রওনা দিয়েছেন।’
দিনাজপুরের ফুলবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আফসার আলী (৬৫) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুই বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী ও বাসের চালক, হেলপারসহ অর্ধশত যাত্রী।
আজ সোমবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের বেজাই মোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলা এলুয়াড়ী ইউনিয়নের পশ্চিম খাজাপুর গ্রামের মৃত সজিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী রায়হান মণ্ডল ও অনুপ রায় জানান, দিনাজপুরের বীরগঞ্জ থেকে শাহী স্পেশাল নামে একটি বাস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের নিয়ে রাজশাহী যাচ্ছিল। এ সময় ভ্যানচালক আফসার আলী অসতর্কতাভাবে বেজাই মোড় থেকে সড়ক পার হচ্ছিলেন। তখন বাসটির সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী আহাদ এন্টারপ্রাইজ নামের নাইটকোচের সঙ্গে সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ সময় স্থানীয়রা রাজশাহীগামী বাসটিতে থাকা ৪০ থেকে ৪৫ জন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী ও অপর বাসের ১০ জন যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অপরদিকে বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ভ্যানচালক আফসার আলী গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে তাকে দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এ সময় দিনাজপুর যাওয়ার পথেই ভ্যানচালকের মৃত্যু হয় বলে জানা গেছে।
এ বিষয়ে আমবাড়ী পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীসহ যাত্রীদের উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
আসাদুজ্জামান আরও বলেন, ‘ভ্যানচালক আফসার আলীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর পাঠানো হলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরীক্ষার্থীরা সবাই বীরগঞ্জ উপজেলার বাসিন্দা, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে রওনা দিয়েছেন।’
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজ শিক্ষার্থীকে মারধোর ও চাঁদা দাবির অভিযোগে তিন পুলিশসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম (১৯) গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়া আমলী আদালতে মামলাটি দায়ের করেন।
১৭ মিনিট আগেঅভিনেত্রী শমী কায়সার দুই হত্যাচেষ্টা মামলায় জামিনে কারামুক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ফুল নিয়ে আসা এক নারীকে পুলিশ বাধা দিয়েছে। পুলিশের বাধার পর উপস্থিত উত্তেজিত জনতা ধাওয়া দিলে তিনি দ্রুত একটি রিকশায় চড়ে সরে পড়েন। ওই নারী নিজেকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।
১ ঘণ্টা আগেরাজশাহীর পবা উপজেলায় দুই সন্তানসহ এক দম্পতির লাশ পাওয়া গেছে। পারিলা ইউনিয়নের বামনশিকড় এলাকায় এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার ভোরের মধ্যে যেকোনো সময় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মতিহার থানার ওসি আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে