Ajker Patrika

ব্যক্তিগত আক্রোশে চাচাকে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
ব্যক্তিগত আক্রোশে চাচাকে হত্যা, ভাতিজা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আব্দুল মালেক (৪৫) নামে এক কৃষকের হত্যার ঘটনায় ভাতিজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে গ্রেপ্তারকৃত সোহেলকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকার নিজ বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত সোহেল উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। আব্দুল খালেক নিহত আব্দুল মালেকের আপন ছোট ভাই। নিহত আব্দুল মালেক উপজেলার দোয়ানী এলাকার বারেক আলীর ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে ভাতিজা সোহেল রানা (১৯) চাচাকে হত্যার কথা স্বীকার করেন। 

এ বিষয়ে দোয়ানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক বলেন, সোহেলের ব্যক্তিগত শারীরিক সমস্যা নিয়ে প্রায় উপহাস করত চাচা আব্দুল মালেক। সেই আক্রোশে গত ২৬ সেপ্টেম্বর রাতে নিজ বাড়ির সামনে চাচা আব্দুল মালেককে একা পেয়ে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হত্যার পর হাতুড়িটি পাশের ডোবায় ফেলে দেন তিনি। ওই ডোবা থেকে হাতুরিটি জব্দ করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে চাচাকে হত্যার কথা স্বীকার করেন সোহেল। আজ সকালে সোহেলকে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত